Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 01/04/2024, 08:34:57 UTC
আফ্রিকান জব, ঘরে বসেই ইনকাম!
...
সবাই এসব ব্যাপারে সতর্ক থাকবেন এবং সবাইকে সতর্ক রাখবেন।
ভাই যাদের বেশি লোভ তারা এই ধরনের ফাঁদে পা দিয়ে নিজের টাকা অন্যের হাতে দিয়ে দেয়। এই ধরনের যতগুলো স্কাম প্রকল্প এসেছে সবগুলোর একই নিয়মে আসে, প্রথমে তারা লস দেয় পরে যখন অনেকেই লোভে পরে ইনভেস্ট করে এবং তাদের প্রকল্পটি যখন অনেক বড় হয়ে যায়, তখনই তাদের আসল চেহারা বেরিয়ে আসে তখন তাদের কে চেনা যায় যে তারা স্কামার।

তাই সকলের মনে রাখা উচিত, যে আমাদের কেউ কোন দিন বিনা পারিশ্রমিকে কোনদিন কিছু দেয় না। যদি কেউ এই ধরনের অফার করে থাকে তাহলে বুঝে নিতে হবে তারা স্কামার। আমি এই ধরনের কোন কোম্পানিতে আদৌ কিছু ইনভেস্ট করি নাই, যদিও কেউ করতে চেয়েছে তাদের কে সতর্ক করেছি।

গত কয়েকদিন আগে আমার এক স্কুল ফ্রেন্ড একটা স্কাম প্রকল্প তে বিনিয়োগ করে আমাকে বলেছিলো বন্ধু তুই এখানে ইনভেস্ট কর অনেক টাকা ইনকাম করতে পারবি। আমি তাকে সতর্ক করেছিলাম কিন্তু সে শুনে নাই, কয়েকদিন পরে জানতে পারি আমার সেই বন্ধু মারা খেয়েছে।