মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪
দুঃখজনকভাবে এই মাসেও আমরা কোন উন্নতি করতে পারেনি যদিও মেরিট গত মাসের চেয়ে পাঁচটা বেশি ট্রানজেকশন হয়েছে এই মাসে আমি এটাকে কাউন্ট করতে চাচ্ছি না। পোস্ট একটিভিটি দারুন ভাবে কমতে শুরু করেছে সেই গত বছরের নভেম্বর থেকে তারপর থেকে ক্রমাগত আমাদের পোস্ট এক্টিভিটি কমে চলছে। গত মাসেও আমাদের পোস্ট এক্টিভিটি বৃষ্টি বেশি ছিল। তবে যাই হোক এক্টিভিটি কম থাকলেও আমাদের পোস্ট কোয়ালিটি আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে।
সবাইকে আবারো সেই একই কথা বলে অনুরোধ করব যে আমাদের বাংলা থ্রেডেও একটু টাইম দিবেন যদি সবাই অল্প অল্প করে একটু টাইম দেন তাহলে আশা করি আমাদের একটিভিটি অনেক বেশি থাকবে বর্তমান পরিস্থিতি থেকে।
নিচে বিস্তারিত চারটে উপস্থাপন করা হলো।
মার্চ মাসের টোটাল পোস্ট হয়েছে = 132টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 58টি
ফেব্রুয়ারি মাসের টোটাল পোস্ট হয়েছে = 152টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 53টিপ্রথম দশজন পোস্টদাতা
1. Bd officer [22]
2. Negotiation [21]
3. Learn Bitcoin [13]
4. Crypto Library [10]
5. Elissa~sH [10]
6. DYING_S0UL [8]
7. synchronym [6]
8. Shishir99 [5]
9. BTC_pokaop [4]
10. Bounty police [4]
২০২৩ সালের অ্যাক্টিভিটি
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr