কারো কি নেটে ঝামেলা করতেছে? আমার কোনো কিছু চলতেছে না।ওয়াইফাই এ "No Internet" মেসেজ দেখাচ্ছে। তবে কাকতালীয় ভাবে ফেসবুক আর টেলিগ্রাম চলতেছে। পরে ভিপিএন লাগালাম, হাতে গোনা কিছু সাইট এ ঢুকতে পারলাম। তবে এখনো বেশিরভাগ সাইটে ঢোকেনা। "DNS PROBE FINISHED", "PROXY ERROR" এমন এরর মেসেজ।
WiFi/ইন্টারনেট ঝামেলা করছে কিনা বলতে পারবোনা ভাই, তবে এত পরিমান লোডশেডিং হচ্ছে যার কারনে ফোন চার্জ ঠিকমতো দিতে পারতেছি না, ফোনে চার্জ না থাকার কারণে ঠিকমতো অনলাইনে ঢুকতে পারতেছি না এবং কাজ করতে পারতেছি না। 24 ঘন্টায় মনে হয় না দুই ঘন্টা কারেন্ট থাকে। গরমই শুরু হলো না তার আগেই এত পরিমান লোডশেডিং আর গরম শুরু হলে মনে হয় কি পরিমান লোডশেডিং হবে। শুধু কি আমার এখানেই এত লোডশেডিং নাকি সবার এলাকায় লোডশেডিং শুরু হয়েছে?