@paid2 আবারো Blackjack.fun রাউন্ড -২ ফ্রি র্যাফেল নিয়ে এসেছেন। এখানে পুরুস্কার হিসেবে পাবেন ৫০ ডলারের বিটকয়েন। নিয়ম কানুন গুলো পড়ে আবেদন করুন।
র্যাফেল উৎস :
https://bitcointalk.org/index.php?topic=5491211.msg63887484#msg63887484
বিটকয়েন পাই কনটেস্ট প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১ম হয়েছেন @GazetaBitcoin ২য় হয়েছেন @Mame89 ৩য় হয়েছেন @Agbe সকল বিজয়ীদের অভিনন্দন জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের লোকাল এবং গ্লোবাল থেকে যারা আমাকে ভোট দিয়েছিলেন। এই বছর এত দূর আসতে পেয়েছি এটাই অনেক কিছু, বিজয়ী হওয়ার চেয়ে অনেক বেশি আনন্দ পাচ্ছি যে আমাকে অনেকেই সমর্থন করেছিলেন। @Crypto Library ভাই ও আমি দুজনে বেশ ভালো এগিয়েছিলাম। ভাগ্যে আমাদের সাথে ছিল না, আমাদের লোকাল থেকে কেউ বিজয়ী হতে পারলাম না।
যাইহোক, এর পরের বছর আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে অনেক ভালো করে পাই বানিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করব। তবে, কিছুদিন পর পিজ্জা কনটেস্ট আসবে সেখানে ভালো করে পিজ্জা বানানোর ট্রাই করবো।