Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Negotiation
on 04/04/2024, 10:45:37 UTC
কারো কি নেটে ঝামেলা করতেছে? আমার কোনো কিছু চলতেছে না।ওয়াইফাই এ "No Internet" মেসেজ দেখাচ্ছে। তবে কাকতালীয় ভাবে ফেসবুক আর টেলিগ্রাম চলতেছে। পরে ভিপিএন লাগালাম, হাতে গোনা কিছু সাইট এ ঢুকতে পারলাম। তবে এখনো বেশিরভাগ সাইটে ঢোকেনা। "DNS PROBE FINISHED", "PROXY ERROR" এমন এরর মেসেজ।


ভাই এই নেটে সমস্যাটা সারা বাংলাদেশেই, বেশিরভাগ নেটেই সমস্যা করছে নেট আসছে এবং যাচ্ছে এরকম বেশ কিছুদিন ধরে। এরকম সমস্যা হচ্ছে তবে কিছু জায়গাতে অনেক বেশি হচ্ছে এবং কিছু জায়গাতে কিছু কম কিন্তু সমস্যা হচ্ছে। এটা আসলে বাংলাদেশের যে নেটের লাইন আছে সার্ভার স্টেশন অথবা সাবমেরিন ক্যাবল এগুলোতে কোন ঘোষণা ছাড়াই কাজ চলছে কিনা এটা কেউ জানে না। তবে আমার মনে হচ্ছে সাবমেরিন কেবলে কোন একটা ঝামেলা হয়েছে, যেখানে কোন ঘোষণা ছাড়াই সাবমেরিন স্টেশনে কাজ করছে যে কারণে এরকম সমস্যা গুলো হচ্ছে ।