Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 04/04/2024, 19:21:53 UTC
আফ্রিকান জব, ঘরে বসেই ইনকাম!

যদিও এটা আমি আরো অনেক আগে থেকেই জানি, তবে জানতাম না যে বাংলাদেশে এরকম স্ক্যাম কতোটা বেড়ে গেছে। ইদানিং এলাকার প্রায় প্রত্যেকটা যুবক বয়সের মানুষের মোবাইলে আফ্রিকান স্ক্যামার রা কল করে ইংলিশে জব অফার করছে এবং ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখাচ্ছে। যদিও ফোন কলের আগে তারা অন্যান্য ভাবে এটেম্পট করে থাকে। হোয়াটসএ্যপ বা টেলিগ্রামে প্রথমে জব অফার করে থাকে। যাদরে টেলিগ্রাম নেই, তাদেরকে হোয়াট্স এ্যাপে মেসেজ দেয়। আর যারা এ দুইটার একটা ব্যাবহার করে না, তাদেরকে ফোন কলে জব অফার করে।

কিছুদিন আগে আমাকে হোয়াট্সএ্যাপে এরকম জব অফার করেছিলো। তো যেহেতু আমি বুঝতে পেরেছি আগেই। আমি তাদের অফারে রাজি হয়ে যাই এবং তাদের কথা মতো কাজ করতে থাকি। আমি অপেক্ষায় ছিলাম কখন তারা আমাকে ডিপোজিট করতে বলবে। এর আগে অব্দি আমি সম্ভবত ১৫০ টাকা বা ৩০০ টাকার মতো তাদের কাছ থেকে পেমেন্ট পাই। তারপর আমাকে ডিপোজিট করতে বলে আর আমার উত্তর ছিলো যে আমি অপক্ষো করছিলাম কখন আমাকে ডিপোজিট করতে বলবা। গুড নাইট স্ক্যামারস!

সবাই এসব ব্যাপারে সতর্ক থাকবেন এবং সবাইকে সতর্ক রাখবেন।
লোল ভাই, স্ক্যামার রে উল্টাস কেন কইরা দিছেন।  আপনার মতন কাজ একটা ইউটিউবারও করেছিল ২০০ টাকা আর্নিং করার পরে তার ভিডিও দেখেছিলাম।
আমাকে এইবার দিয়ে এই স্ক্যামাররা তিনবার কল করলো, প্রথম দুইবার এভয়েড করার পরে  তৃতীয় বার আপনাদের মতন করার জন্য এপ্লাই করলাম এবং জিনিসটা আমার ক্ষেত্রে তেমন কাজ করলো না আমাকে বলল আমি ইংলিশ পারি কিনা বললাম পারি, কাজ করতে আগ্রহী সেটা জানালাম, পরবর্তীতে তারা আমার বয়স জানতে চাইলো বয়স যখন বললাম তারপরে দেখি বলে সরি  আমার বয়স নাকি তাদের রিকোয়ারমেন্টে যায় না।
নাকি বোধ হয় স্ক্যামাররা বুঝেই গেল যে এইবার আমি তাদের  স্ক্যাম করার জন্য হ্যাঁ বলছি। 


বাইদা রাস্তা, অনেক অনেক অভিনন্দন দুইটা সুসংবাদ একবারে।  Grin


কেউ কি বাইনান্স লাঞ্চপুলপ্যাড ইনভেস্টমেন্ট করতেছেন?
আমি আগে আমার হোল্ড কৃত BNB দিয়ে বাইন্যান্স লাঞ্চপুলপ্যাড এ অংশগ্রহণ করতাম. সেখানে অ্যারাউন্ড ৪০০ ডলার এর মতন থেকে প্রতিটা লাঞ্চপুল এ আমার গড়ে তিন ডলার এর মতন থাকতো।
গত লাঞ্চপুল এ আমি আমার ২০০০ ডলার এর ইউএসডিটি FDUSD তে stake করে অ্যারাউন্ড ৬৬ টা ENA টোকেন পেয়েছিলাম এবং দুঃখজনকভাবে সেগুলো আমি মাত্র 0.549$ এই সেল দিয়েছে যেটা এখন এক ডলারের উপরে রয়েছে। এখন ভাবতেছি যদি এখন সেল দিতাম টোকেনটি তাহলে আমার গত লাঞ্চপুল থেকে ৬৬ ডলারের উপরে প্রফিট থাকতো।
যাইহোক কারো যদি বড় এমাউন্টের ফান্ড USDT তে বাইনান্স এ ফ্লেক্সিবল staking করা থাকে তারা চাইলে FDUSD এর মাধ্যমে লাঞ্চপুল এ অংশগ্রহণ করতে পারেন। আমার কাছে জিনিসটা ইন্টারেস্টিং লেগেছে।