Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
HelliumZ
on 06/04/2024, 11:05:30 UTC

Source.

আমাদের পরিবেশটা কেমন যেন আবার ঘোলাটে হয়ে যাচ্ছে, কারণ ১ জুলাই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যারা এতদিন ফ্রিল্যান্সার বা আইটি প্রফেশনাল হিসেবে প্রফেশন বা ইটিন অথবা অন্যান্য আইডি কার্ড ব্যবহার করে এসব কার্যক্রম পরিচালনা করছেন এবং নিজেরা চলতেছিলেন।  তাদের জন্য আগামীতে হয়তোবা ১০% আরোপ করা হবে।  এর পূর্বে যখন এই ধরনের একটা নিউজ আসছিল তখন সবাই এটা দ্বিমত পোষণ করছিল এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিল।  কিন্তু এবার সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত বা এসব বিষয় নিয়ে যারা কাজ করে তারা এখন এটা নিয়ে কথা বলছে। 
এই বিষয়টি নিয়ে কথাবার্তা চলছে বিশেষ করে আগামী জুলাই থেকে আইটি খাতে কর ধার্য করার কথা রয়েছে কিন্তু বিষয়টি এখন পর্যন্ত ঘোলাটে অবস্থায় রয়েছে বাস্তবায়ন হয়েছে কিনা কেউ বলতে পারছে না। বিভিন্ন নিউজ চ্যানেল ঘাটাঘাটি করে দেখতে পেলাম এখনো বাস্তবায়ন হয়নি তবে সরকারের পক্ষ থেকে বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন এজেন্সি ইতিমধ্যে সরকারের গৃহীত এই বিল বাস্তবায়নের বিপক্ষে ভোট দিয়েছে এবং তারা ২০৩১ সাল পর্যন্ত আইটি খাতকে কর অব্যাহতির আওতায় রাখতে গোড় অনুরোধ জানাচ্ছেন।
তবে বাংলাদেশের জন্য বিষয়টি যেকোনো সময় যে কোন দিকে গতি পাল্টাতে পারে। মূলত বাংলাদেশ কয়েকজনের কথায় উঠে বসে এখানে জনগণের কথায় কোন কিছুই পরিবর্তন হবে না তাই জনগণের এই নিছক অনুরোধ আমি মোটেই মূল্যবান মনে করছি না। সরকারি এজেন্সি থেকে যদি করের বিষয়ে জুলাই পর্যন্ত টাইম বেদে দেওয়া হয় তাহলে অবশ্যই ধরে নিতে হবে আগামী জুলাই থেকে আইটি খাতে কর ধার্য করা হচ্ছে।