আচ্ছা ভাই এদের নিয়ে কি করা যায় বলেন তো? আমরা তো প্রতিনিয়ত জাস্ট এরকম কল পাই এবং এভয়েড করে যাই, এটা মনে করে যে আমি তো আর স্ক্যামের শিকার হচ্ছি না। তবে আমি একটা বিষয় চিন্তা করলাম এখন যে আমি আপনি স্ক্যামের শিকার না হলেও হয়তো অন্য আরেকজন স্ক্যামের শিকার হতেও পারে। অবশ্য কেউ নিজে চিপায় না পড়লে হ্যাসেল নিতে চায় না।
তবে এদের নাম্বার গুলো আইন শৃঙ্খলা বাহিনী এর কাছে রিপোর্ট করা উচিত।
কিছুদিন আগে আমার বাবাকেও স্ক্যামাররা কল করে, বলতেছে আপনি ২৬ লক্ষ টাকার একটা গাড়ি জিতেছেন আব্বু তাদের আরেকটি কথা বলার আগেই, আমি গাড়ি চালাতে পারি না বলে কল কেটে দিয়েছে।

ভাই এই ধরনের লোকদের নাম্বার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়াই উচিত। আসলে যারা বুঝে না তারাই এ ধরনের স্কামারদের ফাঁদে পা দিয়ে দেয়। আর মূলত লোভের কারনে অনেকেই স্কামারের শিকার হয়। এটা তো আমাদের সকলেরই বুঝা দরকার যে আমাকে কেন একজন এমনিতেই টাকা দিবে।
অনেকদিন হয়েছে আমাকেও এ ধরনের স্কামারা ফোন দিয়ে বলে আপনি ২০০০০ টাকা পেয়েছেন। আপনাকে টাকা নেওয়ার জন্য কিছু টাকা আমাদের দিতে হবে। আরো বলে আপনি যদি আমাদের ২০০০ টাকা দেন তাহলে আমরা আপনাকে ২০ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দিবো। তখন আমি বুঝলাম এরা আসলে স্কামার, তাই আমি তাদের উত্তর দিয়েছি যেহেতু আমি ২০০০০ টাকা পেয়েছি তাহলে আমি আপনাকে ২ হাজার টাকা নয় আমি আপনাকে ১০ হাজার টাকা দিবো। আমি বললাম আমি যে ২০ হাজার টাকা পাবো আপনি ওখানে থেকে ১০ হাজার নিয়ে আমাকে ১০ হাজার দেন। তারা বললো এই টাকায় আমরা হাত দিতে পারবো না, আপনাকে বিকাশ থেকে আমাদের টাকা দিতে হবে। তখন আমি বকাবকি করে তাদের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। তাই সকলেরই লোভে পড়া যাবে না, কেউ এমনে কাউকে কিছু দেয় না এইটা মাথায় রাখতে হবে।