আচ্ছা ভাই এদের নিয়ে কি করা যায় বলেন তো? আমরা তো প্রতিনিয়ত জাস্ট এরকম কল পাই এবং এভয়েড করে যাই, এটা মনে করে যে আমি তো আর স্ক্যামের শিকার হচ্ছি না। তবে আমি একটা বিষয় চিন্তা করলাম এখন যে আমি আপনি স্ক্যামের শিকার না হলেও হয়তো অন্য আরেকজন স্ক্যামের শিকার হতেও পারে। অবশ্য কেউ নিজে চিপায় না পড়লে হ্যাসেল নিতে চায় না।
তবে এদের নাম্বার গুলো আইন শৃঙ্খলা বাহিনী এর কাছে রিপোর্ট করা উচিত।
কিছুদিন আগে আমার বাবাকেও স্ক্যামাররা কল করে, বলতেছে আপনি ২৬ লক্ষ টাকার একটা গাড়ি জিতেছেন আব্বু তাদের আরেকটি কথা বলার আগেই, আমি গাড়ি চালাতে পারি না বলে কল কেটে দিয়েছে।

বিশাল মুসকিলে পড়লাম তো ভাই। এটা নিয়ে আমরা অলরেডি আলাপ করতেছি, আর এদিকে এদের চক্র প্রচুর পরিমানে একটিভ হয়ে গেছে। সামনে ঈদ, আর এরা পাগলের মতো মানুষকে স্ক্যাম করতেছে। মাত্র ১ দিন আগের ঘটনা এখানে শেয়ার করলাম, আজকে ঘন্টা খানেক আগে দোকানে এস বসার পরেই কল আসলো। এবার কল দিলো জব অফার স্ক্যামার। আমাকে জব অফার করতেছে। এই যে স্ক্যামার রা বাংলাদেশি রেজিষ্টার্ড সিম দিয়ে এগুলো করছে, আমরা তো এর কোনো প্রতিকার পাচ্ছি না। সরকার বলেছিলো বায়োমেট্রিক সিষ্টেম করার পর প্রতারকদেরকে সহজেই ধরে ফেলবে তারা। কিন্তু প্রতারক চক্র তো এগুলো রেজিষ্টার্ড সিম দিয়েই করছে। সাধারন মানুষের কোটি কোটি টাকা মেরে দিচ্ছে। বাংলাদেশের আইন কোথায় এখন? আমি রিপোর্ট করবো, বলে যে ১ জনের রিপোর্ট এ কিছু হবে না। ১০-১৫ জন যোগার করে নিয়ে আসতে।