Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Elissa~sH
on 10/04/2024, 08:08:42 UTC
রাতে বিদায় নিলো তারাবি ভোর রাতে বিদায় নিলো সেহেরি, আজকে বিদায় নেবে ইফতার, সামনের বছর আর এই রমজান মাস ফিরে পাবে কিনা জানিনা। হে আল্লাহ্ আমাদের সবাইকে কবুল করে নিন। আমরা মুসলিমরা যেন সামনের রমজান পর্যন্ত ভালো থাকি এবং সুস্থ থাকি। এই রমজান মাসটি খুবই ভালো এবং সুন্দর ভাবে কাটলো। অন্যান্য মাসের থেকে এই মাসটি ছিলো খুবই সুন্দর। আমার সকল বাঙ্গালী ভাইদের জন্য দোয়া থাকবে সকলে যেন ভালো থাকতে পারি একসাথে।