রকেট হামলার ঘটনা প্রচারিত হওয়ার পর থেকেই ১০ মিনিটে ৬০০০ ডলার বিটকয়েন শেষ। আমি জীবনে শেষ হয়ে গেছি।৪০০০ ডলার দিয়ে Dogwifhat কিনেছিলাম। কয়েকদিন কিছু কিছু লাভ করেছিলাম কিন্তু এখন আমার ১৫০০ ডলার শো করছে। আশা করছি আগামী হালবিং এর পরে এ ডলারও শো করবে না। শালার মার্কেট দেখাইছে কলা খাইতে দিছে করলা। এই মার্কেট খুব সম্ভবত হ্যাল্ভিং এর পরবর্তী এক বছরেও রিকভারি হওয়ার কোন সম্ভাবনা নেই। যখন মার্কেটে নেগেটিভ এনাউন্সমেন্ট আসতে শুরু করে তখন মার্কেটে সামান্য এনাউন্সমেন্টে হিউজ পরিমাণ ডাম্পিং হতে থাকে। আমার মনে হয় না খুব তাড়াতাড়ি মার্কেটের কন্ডিশন ঠিক হবে।