সিগনেচার করে সপ্তাহে যা পেয়েছিলে তা জমা করে ৫০০ ডলার পরিমান হয়েছিল কিন্তু কি বুঝে বিটকয়েন বিক্রি করে দিয়ে Internet Computer (ICP) টোকেন কিনেছিলাম 18 ডলারের উপর করে কিন্তু বর্তমানে মার্কেট ধপাস করে নেমে যাওয়া আমার মূলধন প্রায় অর্ধেক পরিমাণে নেমে এসেছে। কিসের কারণে বিটকয়েন বিক্রি করে দিয়ে এই সমস্ত কয়েন কিনতে গেলাম মাথায় ধরে না। তবে বিটকয়েন হালবিং এর আগে মার্কেটের যে কন্ডিশন তাতে করে আমার মনে হচ্ছে না এই বছর মার্কেট সর্বোচ্চ পজিশনে যেতে পারে। যাহোক কান ধরে শপথ নিলাম ভাই আর কখনো বিনিয়োগ করতে যাব না কোন কারণে যদি মার্কেট পূর্বের অবস্থায় চলে যায় তাহলে ICP বিক্রি করে দিয়ে ডলারগুলো রিকভারি করতাম। তবে মার্কেট যে কারণে কমেছে সেই কারণটা যদি সমাধান হয়ে যায় তাহলে হয়তো মার্কেট উঠতে পারে। এটা আমি আমার মনগড়া কথা বললাম বাকিটা আল্লাহ পাকের উপর ছেড়ে দিলাম।
আপনার বিটকয়েন বিক্রি করাটা ভুল সিদ্ধান্ত ছিল। আপনি বেশি লাভের জন্য অল্টকয়েনে বিনিয়োগ করেছিলেন, পরিশেষে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। অল্টকয়েনে বিনিয়োগ করে যেমন বেশি লাভ করা যায়, ঠিক তেমনি বেশি ঝুঁকি জড়িত রয়েছে। বিটকয়েনে বেশি পরিমানে লাভ না হলেও, ঝুকি খুবই কম রয়েছে। বিটকয়েনের দাম ডাম্পিং করলে আবার কিছুদিন ধৈর্য ধরে হোল্ড করলে রিকোভার হয়ে যায়। আপনি যদি বিটকয়েন হোল্ড করে রাখতেন তবুও লাভ না হলেও এত লস হতো না। আপনার যেহেতু অনেক লস হয়ে গেছে এখন ধৈর্য ধরে অপেক্ষা করুন দেখুন মার্কেট সাবেক অবস্থায় ফিরে কিনা।
মার্কেট অনেক ডাউন হয়েছে, বিটকয়েন ৬২ হাজারে রয়েছে। এইটাই কি হালভিং এর আগে ডাম্পিং? নাকী আরো অনেক কমে যাওয়ার সম্ববনা রয়েছে। যারা বিটকয়েন কিনে নাই তাদের জন্য সুযোগ চলে আসতে চলেছে।