বেশি কিছু বল্লাম না, কার কতো লস গেলো? এই লস থেকে রিকভার করা সম্ভব কিনা আদেও জানিনা। এক পা এক পা করে যত উপরে উঠছিল সবাই এক ধাক্কায় মাটিতে পড়ে গেলো।

সিগনেচার করে সপ্তাহে যা পেয়েছিলে তা জমা করে ৫০০ ডলার পরিমান হয়েছিল কিন্তু কি বুঝে বিটকয়েন বিক্রি করে দিয়ে Internet Computer (ICP) টোকেন কিনেছিলাম 18 ডলারের উপর করে কিন্তু বর্তমানে মার্কেট ধপাস করে নেমে যাওয়া আমার মূলধন প্রায় অর্ধেক পরিমাণে নেমে এসেছে। কিসের কারণে বিটকয়েন বিক্রি করে দিয়ে এই সমস্ত কয়েন কিনতে গেলাম মাথায় ধরে না। তবে বিটকয়েন হালবিং এর আগে মার্কেটের যে কন্ডিশন তাতে করে আমার মনে হচ্ছে না এই বছর মার্কেট সর্বোচ্চ পজিশনে যেতে পারে। যাহোক কান ধরে শপথ নিলাম ভাই আর কখনো বিনিয়োগ করতে যাব না কোন কারণে যদি মার্কেট পূর্বের অবস্থায় চলে যায় তাহলে ICP বিক্রি করে দিয়ে ডলারগুলো রিকভারি করতাম। তবে মার্কেট যে কারণে কমেছে সেই কারণটা যদি সমাধান হয়ে যায় তাহলে হয়তো মার্কেট উঠতে পারে। এটা আমি আমার মনগড়া কথা বললাম বাকিটা আল্লাহ পাকের উপর ছেড়ে দিলাম।
মার্কেট সারাজীবন এইরকম থাকবে না ভাই। কোভিড এর সময় প্রাথমিক দিকে মার্কেট অনেক ডাউন গেলেও পরবর্তীতে আমরা কোভিড থাকাকালীন মার্কেটকে অনেক উপরে যেতে দেখেছি। এই যে যুদ্ধের কারনে মার্কেটে ধ্বস নামছে সেটা কি সবসময় থাকবে? না। যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান মার্কেটে ঢুকছে, পাম্প করবেই। বর্তমানে মার্কেটে প্রতিদিন যা সাপ্লাই হচ্ছে, সেটা কয়েকদিন পর অর্ধেকে নামবে। মানে শীঘ্রই মার্কেটে কয়েনের ডিমান্ডের চেয়ে সাপ্লাই কমে যাবে।