সত্যি ভাই পড়েছেন তো? পড়ে এবং বুঝে থাকলে অভিনন্দন। কারণ DYING_S0UL যেসব লিংক দিয়েছে এইগুলো কিন্তু বিশাল, এগুলো কিছু কিছু ইউজার এর বুঝতে ১২ ঘন্টা কি ১২ মাসেরও বেশি সময় লাগে।
যাই হোক আপনাকে আমি জাস্ট একটা লিস্ট হাতে ধরিয়ে দিতে চাই, যেহেতু বলেছিলেন ফোরাম সম্পর্কে জানতে এবং শিখতে চান এই লিস্টটি যদি আপনি ভালোভাবে মনোযোগ সহকারে বুঝতে এবং শিখতে পারেন তাহলে আপনি অনেকটা মাস্টার লেভেলে চলে যাবেন। -
https://bitcointalk.org/index.php?topic=5275357.0আর অবশ্যই যখন আপনি প্রতিটা টপিক পড়তে যাবেন হয়তো অবশ্যই ভাষাগত দিক থেকে সমস্যা ফেস করতে পারেন এর জন্য গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন তারপরও যেসব জিনিসে সমস্যা ফেস করবেন বা বুঝতে পারবেন না সেগুলো আমাদের লোকাল বোর্ডে এসে প্রশ্ন করবেন এবং লোকাল বোর্ডে উত্তর না পেলে সরাসরি Beginners and help বোর্ডে টপিক খুলবেন। আপনার জন্য শুভকামনা।
ধন্যবাদ ভাই আপনাকে এবং DYING_S0UL ভাইকে আমি ফোরাম সম্পর্কে খুবই পড়তেছি এবং আমি অনেক কিছু জানতে পেরেছি এই কয়েক দিনে। আমি এই ফোরামে আপনাদের মতো স্ট করতে চাই ভাই। আমাকে আরো বেশি শিখতে হবে। আমি যদিও মোটামুটি অনেক কিছু সম্পর্কে জানলাম কিন্তু আমি নতুন কোন কিছু করতে ভয় লাগে উওর দিবো আমার উত্তর যথাযথ হবে কিনা। কিন্তু আমি যেগুলো মনে করি এগুলো উওর করা দরকার ওগুলো করতেছি। এবং আপনাদের দেওয়া রুলসের সবগুলো লিংক খুলে খুলে পড়েছি। আমার ইংরেজি বুঝতে অসুবিধা হয় না ভাই আমি ইংরেজি গুলোই বেশি ফলো করতেছি ভাই। যেগুলা না বুঝি সেগুলো মার্ক করে রাখতেছি সেগুলো আপনাদের কাছে জানতে চাইবো ভাই।
আমঅর খুব ভালো লাগলো যে লোকাল বোর্ডের সবাই অনেক ফ্রেন্ডলি। আমাদের সামনে এগিয়ে যেতে পাশে থেকে উঠিয়ে নিয়ে যাইয়েন ভাইয়েরা।