Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 19/04/2024, 12:56:30 UTC
বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক এর কথা বললে আমি এই সৌদি আরবের শাসকদের কথা আমি বলব, একটু আগে খবর এর মাধ্যমে জানলাম যে ইরা*নের ইজরাইলের উপর হা*মলার পূর্ব প্ল্যানিং সম্পর্কে আমেরিকা এবং ইজরা*ইলকে সৌদি আরব এবং জর্ডান এরা গুপ্ত*চর ভিত্তি করেছে, তাছাড়া জর্ডান সরাসরি তাদের যুদ্ধবিমান গুলো দিয়ে সহায়তা করেছে ইসরা*ইলকে। সৌদি এর কোটি কোটি ডলার ব্যয় করে রোনাল তো নেইমার কে তাদের দেশের লিগে খেলানো এর বিষয়টা না হয় এক সাইডে রাখলাম কিন্তু এদের জন্য যে দেশের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন চলতো সেখানে আইন শিথিল করা হয়েছে যেমনঃ মদ, তা ছাড়া বিবাহ বহির্ভূত নারী পুরুষ একত্রে থাকার আইন শিথিল করা হয়েছে। আইন আস্তে আস্তে সব জায়গায় শিথিল হচ্ছে।

একজন মুসলিম হিসাবে আরব দেশকে আমরা সব সময় ভালোবাসি। যেই ফিলিস্তিন এতো এতো নবীদের জন্ম স্থান এবং বাস স্থান ছিলো, সেই ফিলিস্তিনের মাটিতে যখন ইহুদীরা আমার ভাইদের রক্তপাত ঘটায়, তখন সৌদি আরবের মতো দেশ কিভাবে চুপ থাকে সেটা আমার বোধগম্য নয়। সৌদি আরব আস্তে আস্তে মুনাফিকে পূর্ন হয়ে যাচ্ছে। আপনার আমার হজ্জের টাকায় তারা মক্কার উন্নতির পাশাপাশি তাদের অন্যান্য খাতে ব্যায় করছে যেসব খাত মূলত পাপের আস্তানা।

যাই হোক, জর্ডান কেনো এরকম আচরন করেছে সেটাও আমার মাথার ওপর দিয়ে গেছে। এবার দেখেন, মুসলমানদের বেশি ক্ষতি কারা বেশি করে। নবীজী থাকা অবস্থায়ও মুসলমান নামের কিছু মুনাফিক রা ওনাকে প্রায়ই কষ্ট দিতো। সেই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সব চাইতে নিচে।