ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলে বিটকয়েনের দাম কিছুটা কমতে পারে। আশা করা হচ্ছে যে পরবর্তীতে বিটকয়েনের দাম $12000 ছাড়িয়ে যাবে।
জ্বি যুদ্ধ হলে একটু মার্কেটের উপর প্রভাব পড়বে। বিটকয়েনের দাম ২০২৩সালের লো অবস্থা থেকে রিকাবি করা সত্যেও এখনকার মার্কেটের অবস্থা মন্দা যাচ্ছে। সকল কয়েনের দাম কেমন যেন কমে গেছে। ইরান ইসরাইলে ড্রোন হামলা চালানোর পর পর থেকে এমন অবস্থা শুরু হয়েছে। এই যুদ্ধের পালটা আবার ইসরাইল যদি কোন হামলা চালায় ইরানে তাহলে মার্কেট আরো খারাপ হবে। তবে এই অবস্থা শিথিল হতে সময় লাগবে আর বিটকয়েন দাম ১লাখ+$ হবে এটা এটা এখনো ঠিক করে বলা যাচ্ছে না তবে সবকিছু কাটিয়ে উঠতে পারলে বিটিসির অবস্থা ভালো হবে বলে মনে করি।