Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 25/04/2024, 17:53:52 UTC
এইটা বেশিরভাগ মানুষের সাথেই হয় এবং সেটা যারা নতুন তাদের সাথে হওয়ার সম্ভাবনা বেশি। কয়েনে বিনিয়োগ করার পর যখন সেটা ক্রমান্বয়ে কমতে থাকে তখন আমরা সিদ্ধান্তহীনতায় থাকি। কি করা উচিত ইত্যাদি। যখন আরো দাম কমতে থাকে তখন আমরা আরো বেশি ক্ষতির ভয়ে মার্কেট থেকে বের হয়ে যাই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা সাপোর্ট/ফ্লোর প্রাইচ থেকেই বের হয়েছি যার কারনে মার্কেট আবার আপ হয়। আর আমাদের ধারনা হয় যে আমি সেল দিলেই মার্কেট আপ হয়।
এটা ভাই শুধু আপনার ধারণা না আমরা বেশিরভাগ লোকই প্রায় একই গোয়ালের গরু। বাইনান্সে যখন ENA টোকেন লিস্টেড হল তখন আমি মাত্র অ্যারাউন্ড ০.৫৬$ এ মোটামুটি ৩৪ ডলার এর মতন সেল করেছিলাম তার কিছুদিন পর সেটি বেড়ে 1.52$ এ চলে গেল এটাই হোল্ডিং করিনি বাস খেয়েছি।
আর অন্যদিকে SAGA  হোল্ডিং করেছিলাম এবং সেই সাথে OMNI এ দুটোই সেই লেভেলের বাঁশ দিতেছে। বলতে পারেন আমিও যখন হোল্ডিং করি তখন দাম কমে আর যখন সেল করি তখন দাম বাড়ে।
 
যাইহোক ভাই আপনার কাছে একটা পরামর্শ নিতে চাই যে আপনি বাইনান্সে লিস্টেড FDUSD স্টেবল কয়েনটি কে কিভাবে দেখেন? এটা কি ট্রাস্টেড? অথবা ভবিষ্যতে বাইনান্স থেকে হওয়ার ডি লিস্টেড সম্ভাবনা রয়েছে?
কারণ আমি এটা  লাঞ্চ  পুলে স্ট্যেকিং করে মোটামুটি ভালো এমাউন্ট পেতেছি যদিও আমার স্ট্যেকিং অ্যামাউন্টও মোটামুটি ভালই রয়েছে।