আসলে ভাই বাইনান্স এমন একটা জায়গায় রয়েছে যে এটাকে ট্রাস্ট করি না কিন্তু আবার ট্রাস্ট না করার উপায় নাই।
তার মধ্যে বাইনান্স BUSD কে ডি-লিস্টেড করেছে দেখেই আমার ভয়, কারণ যে কোন সময় যদি FDUSD ডিলিস্টেড করে দেয় তাহলে এটারও ধ্বস নেওয়া যাবে কারণ বাইনান্স ছাড়া আর দুই একটা যে সব সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট রয়েছে সেগুলোতেও ডি লিস্টেড করে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে।
তাছাড়া আমি মনে করি FDUSD কে যদি বাইনান্স ডিলিস্টেড করে তাহলে আমি তো আমার ফান্ড ফেরত পাব, যদিও আমি এ বিষয়ে শিওর না।
আপনি যদি অনলাইনে একটিভ থাকেন, তাহলে ডি লিস্ট হওয়ার আগে অবশ্যই জানতে পারবেন। BUSD ডিলিস্ট হওয়ার পেছনের কারণ হলো বাইনান্সের দুর্নীতি যার কারনে সিজে অব্দি বাইনান্স থেকে লিভ নিতে বাধ্য হয়েছে। বাইনান্সের এরকম দুর্নীতি নিয়ে কিন্তু কয়েন আলাপে অনেক আগে একটা আর্টিকেল প্রকাশ করা হয়েছিলো। বাইনান্স এর প্রতিটা BUSD এর বদলে এক ডলার করে ব্যাক রাখার কথা ছিলো। কিন্তু তারা প্রায় রিজারভ থেকে ডলার সরিয়ে লেনদেন করতো। পরবর্তীতে বাইনান্স সেই রিজার্ভ আবার ফিল করেছে কি না এরকম কোনো আপডেট তারা জানায়নি। সর্বশেষ সিকিউরিটি এক্সচেঞ্জ ডিপারমেন্ট এর মামলায় সম্ভবত অনেক কয়েন বাইনান্স থেকে রিমুভ করা হয়। এর মধ্যে BUSD একটা। বাইনান্স ডিলিস্ট করার আগেই জানিয়ে দিয়েছে যে এটা ডিলিস্ট করে দেয়া হবে। আমার মনে হয় না বাইনান্স একই ভুল আবারো করবে। সুতরাং আপাতত টেনশন ফ্রি থাকতে পারেন।