Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
HelliumZ
on 26/04/2024, 09:01:07 UTC
খুব গুরুত্বপূর্ণ নিউজ

এক সময় মরণঘাতী ক্যান্সারের কথা আমরা খুব কম শুনেছি কিন্তু ইদানিং এই মরনঘাতী রোগটি খুব সচরাচর শোনা যায়। সম্প্রতি একটি গবেষণায় ভারতের বিভিন্ন পণ্যের মধ্যে মারনগাতি ক্যান্সারের জীবাণু Ethylene oxide পাওয়া গেছে ফলে ইউরোপে ভারতীয় ৫২৭টি ভিন্ন রকমের পণ্য বর্জন করেছে। এটা অনেকেই ভারতের একটি চক্রান্ত বলে উল্লেখ করেছে এবং বিশ্ব মানবতাকে ধ্বংসের জন্য ভারতের একটি কঠিন চাল হিসাবে অনেকেই মনে করছে। আমরা যারা ভারতীয় পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছি তাদের জন্য এই পণ্য বর্জনের বিষয়টি আরো একধাপ এগিয়ে নিতে সাহায্য করবে।


https://www.somoynews.tv/news/2024-04-25/DBWF3uKL