Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 27/04/2024, 12:37:22 UTC
সরকার কি করলো আর না করল সেটা আমাদের দেখার বিষয় না আমাদের সবাইকে ভারতীয় পণ্য বয়কট করতে হবে এটাই আমাদের দেখার বিষয়। আপনি আর আমি যদি ভারতীয় পণ্য বয়কট করি তাহলে হয়তো আমাদেরকে কেউ কিনতে বাধ্য করবে না তাই নিজেদের সচেতন হবে এবং আশেপাশের মানুষদেরকে সচেতন করতে হবে।

ভাই আমরা চাইলে বেশিরভাগ দেশের পন্য বয়কট করতে পারি। কিন্তু আমরা পারি না চোরের বাচ্চাদের জন্য। বাংলাদেশের অসাধু ব্যাবসায়ীদের জন্য। এরা সুযোগ পেলেই দুনিয়ার সব কিছুর দাম বাড়িয়ে দেয়। ভারতের পেয়াজ রপ্তানি বন্ধের নিউজের সাথে সাথে প্রতি কেজিতে ৫০ টাকা কিভাবে দাম বেড়ে যায় সেটা কি দেখেছেন? সব পন্যের ক্ষেত্রে এরকমই হবে। আজকে হয়তো আমরা নিজের বয়কট করছি বলে দাম বাড়েনা। কালকে ভারত বলে দিক যে তারা বাংলাদেশে কোনো প্রকার সাবান শ্যাম্পু রপ্তানি করবে না, আগামীকাল দেখবেন বাংলাদেশের সাবান শ্যাম্পুর মতো একটা পন্যের আকাশ চুম্বী দাম হয়ে গেছে।

আমার দেশে না কৃষক লাভ করতে পারে, না ক্রেতারা লাভ করতে পারে। সারা বছরই দালাল রা কয়েকগুন করে লাভে পন্য বিক্রি করে। ভারত থেকে কার্যত গরু আমদানী বন্ধ আছে। তবুও যদি অফিশিয়ালি ভারত আবার বলে যে বাংলাদেশে গরু রপ্তানী বন্ধ, কালকে বাজারে ১০০০ টাকার নিচে গরুর গোস্ত খুজে পাবেন না। এই চোরের বাচ্চাদের জন্য কিছুই সম্ভব না।