Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 28/04/2024, 06:15:44 UTC
যাইহোক ভাই Bybit এর লাঞ্চ পুল এর কি অবস্থা সেখানেও কি কোন স্টেবল কয়েন রয়েছে যে  স্টেক করা যাবে?

Bybit এর লাঞ্চ পুল একটু অন্য রকম। যদি এমন কোনো কয়েন হয় যেটা এক্সক্লুসিভলি শুধু Bybit এই লঞ্চ হচ্ছে, তাহলে সেখানে USDT স্টেক করতে হয়। অন্যান্য প্ল্যাটফর্ম গুলো কিন্তু তাদের নিজেদের ন্যাটিভ টোকেন বা তাদের নিজেদের স্ট্যাবল কয়েন স্টেক করায়। এই ক্ষেত্রে Bybit ভিন্ন রকম। আর যদি এমন কোনো কয়েন লাঞ্চ পুলে আসে যেটা অন্য কোনো এক্সচেন্জ এ অলরেডি লিষ্টেড আছে, তাহলে তারা সেই টোকেন ই ষ্টেক করতে বলবে। যেটা আপনি অন্যান্য এক্সচেন্জ থেকে কিনে নিয়ে Bybit এ ডিপোজিট করে তারপর ষ্টেক করতে হবে। বাইবিট এর রিওয়ার্ড ও ভালোই। তবে যেহেতু অন্যান্য এক্সচেন্জ এর তুলনায় বাইবিট একটু কম পপুলার, তাই সবাই এটাকে রিস্কি মনে করে। যদিও একারনেই বাইবিট প্রচুর নতুন কয়েন লিষ্ট করে করে ইউজারদের নিয়মিত আর্ন করার সুযোগ দিচ্ছে।