Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 28/04/2024, 07:30:27 UTC
যে দেশের সরকার ও আমলা ভারতীয় পণ্যের জন্য বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর চড়াও পাকড়াও করতে পারে সেই দেশের সরকার ভারতীয় পণ্য বয়কট করার জন্য সহায়তা করবে বলে আপনার ধারণা।এই দেশের 90% জনগণ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেও সরকার ভারতীয় পণ্যের বিপরীতে অবস্থান নেবে না।যা করার এখনই করতে হবে, আমি আপনি ভারতীয় পণ্য বয়কট করলেই চলবে ভাই। কালকে থেকে কাজুবাদাম, কাঠবাদাম খাওয়া বাদ দিয়ে দিছি। বাদাম জাতীয় 45 পণ্যের মধ্যে ক্যান্সারের উপাদান পেয়েছে।। আল্লাহতালা জানে আমাদের দেশে ভারতীয় পণ্যের যে চালান আসে তাতে মনে হয় সবচেয়ে বেশি ক্যান্সার সৃষ্টিকারী জীবাণু বেশি রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে ভারতীয় পণ্যের রপ্তানি করার সময় অবশ্যই ভালোভাবে রিসার্চ করে রপ্তানি করে আর তাতেই যে পরিমাণ ফলাফল পেয়েছে তাহলে একটু আমার দেশের কথা বিবেচনা করে দেখুন কি পরিমান ক্যান্সারের জীবাণু পাওয়া পাবে। সময় থাকতে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং ভারতের পণ্যের ব্যবহার বন্ধে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
আল্লাহ আমাদের সবাইকে বিপদমুক্ত রাখুন।আমীন।
সরকার কি করলো আর না করল সেটা আমাদের দেখার বিষয় না আমাদের সবাইকে ভারতীয় পণ্য বয়কট করতে হবে এটাই আমাদের দেখার বিষয়। আপনি আর আমি যদি ভারতীয় পণ্য বয়কট করি তাহলে হয়তো আমাদেরকে কেউ কিনতে বাধ্য করবে না তাই নিজেদের সচেতন হবে এবং আশেপাশের মানুষদেরকে সচেতন করতে হবে।
আসলে ভাই দেশের জনগণ মরে গেলেও আমাদের সরকার কিছুই মনে করবে না, সরকার চায় দেশের জনগণের যা ইচ্ছা হোক তিনিই শুধু ভালো থাকুক। LB ভাই বিস্তারিত বলেছেন, আমাদের দেশের সরকারের চেয়ে কিছু কিছু জঘন্য অসাধু ব্যবসায়ীরা রয়েছে যারা একটু নিউজ পেলেই দাম বাড়ানোর জন্য গুদামে মালামাল আটকে রাখবে। ভারত থেকে পন্য আমদানি না করা হলে দেখা যাবে অসাধু ব্যবসায়ীদের জন্য নিম্ন আয়ের লোকেদের জীবন যাপন করা ঝুকিপূর্ণ হয়ে যাবে। আমাদের সরকারের অন্য কোন দেশ থেকে পণ্য আমদানি করা এবং ভারতের পণ্য আমদানি নিষিদ্ধ করে দেওয়া উচিত। যাই বলুন না কেন আমাদের দেশে চাহিদার চেয়ে উৎপাদন কম তাই আমাদের বাহিরের দেশে থেকে আমদানি করতে হয়, বাহিরের দেশ থেকে আমদানি না করা হলে আমাদের দেশে খাদ্যদ্রব্যের দাম অনেক বেশি বেড়ে যাবে।

যাইহোক, আপাতত আমারাতো বয়কট করতে পারি, আমিও ভারতের পন্য বয়কট করতে শুরু করেছি এবং আমাদের প্রতিবেশীদের কে সতর্ক করতে হবে যেন ভারতের পণ্য বয়কট করেন। আমাদের শুধু খেলেই তো জীবন চলবে না আমাদের দেহকেও সুস্থ রাখতে হবে।