এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪
কি হলো ভাই আমাদের এই বাংলাদেশ থ্রেডের পারফরম্যান্স শুধু নিচের দিকেই যাচ্ছে আর ওপরে উঠতে পারতেছে না। আগের মতন তেমন মেম্বারদের মধ্যে তেমন জোস দেখতে পাচ্ছি না।
যাই হোক এপ্রিল মাসে মেরিটের ট্রানজেকশন খুবই কম হয়েছে এটা গত মাসের অর্ধেকেরও কম তবে পোস্ট একটিভিটি আগের মাসের থেকে খুব একটা বেশি হয়নি আগের মাসে ছিল ১৩২টি আর এই মাসে ১৩৮ টি। যাই হোক একই কথা আবার ও বলবো লোকাল বোর্ড আমাদের এই একটিভিটি তে চলবে না যদিও কিছু লোকাল বোর্ড রয়েছে তাদের থেকে একটিভিটি আমাদের বেশি। আবারো সবাইকে বলব লোকাল বোর্ডে একটু টাইম দেওয়ার চেষ্টা করেন।
এপ্রিল মাসের টোটাল পোস্ট হয়েছে = 138টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 31(২৬ এপ্রিল পর্যন্ত)টি
মার্চ মাসের টোটাল পোস্ট হয়েছে = 132টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 70টিপ্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [24]
2. Bd officer [16]
3. LDL [15]
4. Crypto Library [11]
5. DYING_S0UL [10]
6. Negotiation [10]
7. HelliumZ [9]
8. Little Mouse [5]
9. synchronym [5]
10. B2Z [4]
২০২৩ সালের অ্যাক্টিভিটি
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr