Note: আমি সবার কাছে অনুরোধ করে বলবো এই বিষয়টাকে কেউ খারাপ হিসেবে নিবেন না। এই ক্যাম্পেইনটা মূলত ইউক্রেনবাসীর পাশে দাঁড়ানোর জন্য একটি অ্যাম্বুলেন্স কেনার ক্যাম্পেইন। আমি কিছু সাহায্য করেছি এবং এই ক্যাম্পেইনটা আমার লোকাল বোর্ডে পোস্ট করছি কেউ যদি তার নিজের ইচ্ছায় দান করতে চায় তাহলে করতে পারেন।
এই ক্যাম্পেইনটি সার্বিকভাবে অনেক ভালো হয়েছে কিন্তু এই বিষয়টি যদি ইউক্রেনবাসীর পক্ষে না হয়ে যদি ফিলিস্তিনিবাসীর জন্য হইত তাহলে আমার কাছে এযুগের সেরা দান হিসেবে স্বীকৃতি পেতো। এরকম অ্যাম্বুলেন্স ফিলিস্তিনি বাসীর জন্য বড়ই প্রয়োজন। ফিলিস্তিনি বাসিকে সাহায্য করার জন্য এরকম কোন ক্যাম্পেইন চালানো যায় কিনা একটু চেষ্টা করেন। আমার মনে হয় ফিলিস্তিনি বাসিকে সাহায্য করার জন্য বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক লোকাল বোর্ড থেকে অনেকেই সাহায্য করার জন্য এগিয়ে আসবে। এরকম ক্যাম্পেইনে সাহায্য করার মন-মানসিকতা অনেকেরই আছে কিন্তু এই সকল ক্যাম্পেইন চালানোর মতো লোকজনের অভাব রয়েছে। দেখেন কোন সোর্স থেকে এরকম ফিলিস্তিনি বাসীকে সাহায্য করার জন্য কোন ক্যাম্পেইন চালানো যায় কিনা। আপনাকে ধন্যবাদ এরকম একটি ক্যাম্পেইনে অনুবাদ এই লোকাল বোর্ডে পোস্ট দেওয়ার জন্য।