Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bitcoin_people
on 06/05/2024, 04:31:25 UTC

for Bitcoin : bc1qcatsxvw057khlcazrzpl33rje8lvjnyz6ryxxh

for Ethereum : 0xD7638eb545678a58A9Fd77B12eb7dF5C30Cec0D5


ধন্যবাদ ভাই আপনাকে এ রকম একটি মহৎ উদ্দেশ্যের জন্য। কিন্তু আমি কিছু দান করতে চাই যদিও দানের পরিমাণ অতি নগণ্য কিন্তু উপরে দুটি ওয়ালেটে সে পরিমাণ দান করব ঠিক তার চেয়ে বেশি পরিমাণ লেনদেন ফি খরচ হয়ে যায়। অন্য কোন উপায় আছে কিনা এটা জানার খুব আগ্রহ ছিল এবং অন্য কোন প্লাটফর্মে দান করলে অবশ্যই ফি এর পরিমাণ একটু কম হতো ফলে আমার জন্য ভালো হতো।
দয়া করে অন্য কোন প্ল্যাটফর্মে দান করা যাবে কিনা এই বিষয়টা একটু জানালেও উপকৃত হতাম। দুচার ডলার দান করলে তার চেয়ে বেশি পরিমাণ ফি চলে গেলে মানুষ দানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে তাই ফি কম কাটে এরকম প্লাটফর্ম নির্বাচন করা উচিত।
গ্রাম্য একটা প্রবাদ আছে ইঁদুরের ডরে বউ ন্যাংটা রাখা। আপনি যদি দান করতে পারেন তাহলে ফি দেখে ভয় পাওয়া কোন কারণ নেই। যারা দান করতে পারে তারা যেকোনো পরিস্থিতিতে দান করতে পারে। বিষয়টি আপনি ওভাবে নিবেন না বরং আমি এমনিতে বললাম যে আপনি যদি দান করতে চান তাহলে আপনি নিচের থেকে গিয়ে কর্তৃপক্ষের কাছে অন্য প্লাটফর্মের অ্যাড্রেস চেয়ে নিতে পারেন।

Bitcoin as a medium for donations

উপরের অরজিনিয়াল থ্রেডে ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন সেখানে মনেরো(Monero )এড্রেস দেওয়া আছে সেখানে গিয়ে আপনি আপনার ইচ্ছামত দান করতে পারবেন। এখানে দান করলে অবশ্যই আপনার ফি এর ভয়টা থাকবে না ।
আসলে দান করার ইচ্ছা থাকলে লেনদেন ফ্রি এর কোন ভয় করা উচিত নয় আমি আজকে এই থ্রেডটি দেখেছি এবং দেখে খুবই খারাপ লাগলো কেননা এখানে একটি দেশের লোক অনেকটাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে যুদ্ধরত অবস্থা। যদি এখানে আমাদের এই ফোরাম থেকে কিছু পরিমাণ করে দান করে লোকেরা ইউক্রেনবাসীর সাহায্য করতে পারে তাহলে এটা অনেকটাই ভালো হবে বলে আমি মনে করি। তাছাড়া যে সকল অসুস্থ ব্যক্তিরা রয়েছে তাদের জন্য একটি অ্যাম্বুলেন্স ক্রয় করার যে প্রকল্পটি আনা হয়েছে এখানে এটি সফল করার উদ্দেশ্যে যদি কেউ দান করে তাহলে এখানে লেনদেন ফ্রি এর ভয় করা উচিত নয়। যাইহোক আমি বর্তমানে দেখতে পাচ্ছি বিটকয়েনের লেনদেন ফ্রি খুব একটা বেশি নয় বরং একটি আয়ত্তের মধ্যে রয়েছে। যদি কেউ ৫/১০ ডলার দান করতে চাই তাহলে সেখানে মাত্র ১.৫/২ ডলারের মতো ফ্রি লাগবে এটা খুব একটা বেশি নয় বর্তমানে মেমপুল অনেকটাই কম।
তাছাড়া Monero (XMR) এর ট্রানজেকশন ফি মাত্র $0.5 কিছু তাই যার দান করার ইচ্ছা আছে সে অবশ্যই ফি নিয়ে কোন মাথা ব্যাথা করবে না অবশ্য একটি দেশকে অল্প পরিমাণ আর্থিক দিয়ে সাহায্য করলে এটা সর্বোত্তম একটি দান হবে।