আমি সব সময় মনে করতাম এসব ফিশিং এ অন্তত আমি পড়বো না। কারন এসব ব্যাপারে আমার যথেষ্ঠ আইডিয়া আছে। কিন্তু গতকাল রাতে ১ টার দিকে আমি এরকম একটা ট্র্যাপে পড়ে যাবো, ভাবতেই পারিনি। যেহেতু কিছুদিন যাবৎ এয়ারড্রপ নিয়ে কাজ করছি, রাতে ১ টার দিকে একটা ইমেইল পেলাম, ল্যাপটপ যেহেতু বন্ধ, তাই মোবাইলেই ইমেইল চেক করে দেখি গ্যালাক্সির কোনো একটা ইভেন্ট থেকে ইমেইল আসছে পয়েনট ক্লেইম করার জন্য। যেই ভাবা সেই কাজ, ইমেইলের সেন্ডার চেক না করেই ওয়েবসাইটে ঢুকে মেটামাস্ক কানেক্ট করে ফেললাম। হুট করেই দেখি ধুমাধুম ওয়ালেট থেকে ইথেরিয়াম আর কিছু আরবিট্রাম হ্যাকারের এড্রেস এ চলে গেলো। সব কিছু এতো দ্রুত হয়েছে, যে কিছুই বুঝতে পারি নাই। পরে এড্রেস চেক করে দেখি আমি ফেইক ওয়েবসাইটে আছি। তারাতারি করে সাইট থেকে ওয়ালেট ডিসকানেক্ট করলাম। এয়ারড্রপ থেকে ইনকাম শুরু হওয়াের আগেই ২০০ ডলার নাই হয়ে গেলো। গানের থেকে বাজনা বেশি হয়ে গেলো না?