Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Student of Bitcoin
on 17/05/2024, 14:10:46 UTC
বিটকয়েন্টক পিজ্জা দিবস:

প্রত্যেক বছর মে মাসের ২২ তারিখে বিটকয়েন সম্প্রদায় সবাই বিটকয়েন পিজ্জা দিবস উদযাপিত করে। লাসজলো নামক এক ব্যক্তি দুইটি পিজ্জা কেনার জন্য ১০ হাজার বিটিসি প্রদান করেছিলেন।

এই বিটকয়েন পিজ্জা দিবসের পুরস্কার হিসেবে থাকবে:
প্রথম পুরস্কার---১০০০ ডলার
দ্বিতীয়/তৃতীয় পুরস্কার--- ৫০০ ডলার
চতুর্থ/পঞ্চম পুরস্কার--- ২৫০ ডলার

আপনারা কিভাবে এখানে যুক্ত হবেন তার কিছু নিয়ম কানুন এখানে ভালোভাবে উল্লেখ করা আছে সেখানে প্রবেশ করে ভালোভাবে থ্রেড পড়ুন এবং নিয়ম অনুযায়ী আপনার পিজ্জা প্রকাশিত করুন।