নট কয়েন থেকে আমার প্রফিট প্রায় ১৮০ থেকে ২০০ ডলারের মতো। আপনি যেগুলোর নাম মেনশন করেছেন, প্রায় প্রতিটা বট তেকে মিনিমাম ১০০ ডলার করে প্রফিট করা সম্ভব যদি এগুলো এক্সচেন্জ এ লিষ্ট হয়।
আমি ভাই নটকয়েন থেকে ওভার অল ৮০০+$ ডলার আর্ন করেছি। আমি প্রথম থেকে করিনি শেষের দিকে করেছিলাম ৬টা টেলিগ্রাম দিয়ে করে ৬টা বাউসার করেছিলাম। ঈদের আগে ২টা বাউসার সেল দিসিলাম ১২৪$ বাকি ৪টা হোল্ড করেছিলাম। এবং আমি ঈদের পরের দিন ২৫০$ দিয়া এলাকার এবং আমার গ্রুপের পোলাপানদের থেকে ১৯টা বাউসার খুব কম দামে কিনে হোল্ড করছিলাম। ২০-২৬$ এরকম দাম দিয়ে কিনেছিলাম আমি। ৮০+$ গিয়েছিলো তখন আমি সেল দিয়েছিলাম এবং আমার নিজের কাছে ৩৮০০০ টোকেন ছিলো এগুলোও গত কাল সেল করছি এবং 8k টোকেন হোল্ডে রেখেছি। আমার নটকয়েন থেকে অনেক ভালো একটা আর্ন হয়েছে।
পরবর্তী কোপ হবে
Hot থেকে। এটার এখনি একটা টোকেনের দাম ২০$ করে আমার ৩৪টা হয়েছে আরো হবে সামনে। এখন এটা থেকে কোপ হবে আশা করতেছি। এবং Tapswap, Memefi, Blum, এগুলো থেকে ভালো কিছু আশা করা যাচ্ছে।