Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 19/05/2024, 12:02:12 UTC
এই কুইজটিতে আমি অনেক দিন আগে অংশগ্রহণ করেছিলাম। এই প্রশ্নটিতে আমিও ১০০০০ সিলেক্ট করেছিলাম কিন্তু আমার উত্তর ভুল দেখানো হয়েছিলো। হতে পারে এই কুইজে আসল সত্যটা তুলে ধরা হয়েছে, তবে আমি যতগুলো নিউজ দেখেছি সব নিউজে ১০০০০ বিটকয়েন উল্লেখ করা হয়েছে। গতকালকে একটা টুইটারে টুইট দেখেছিলাম Laszlo Hanyecz ১৪ বছর আগে ১৮ মে ফোরামে পোস্ট দিয়েছিলেন পিজ্জার বিনিময়ে তিনি ১০০০০ বিটকয়েন প্রদান করবেন।

আসলে কোনোটাই ভুল নয়। এখানে প্রশ্নটা বিস্তারিত করা হয়নি বলেই সবাই সঠিক উত্তর দিতে পারছে না। লাজলো আসলে ১০ বিটকয়েন দিয়েই পিজ্জা নিয়েছিলো। কিন্তু কথিত আছে যে লাজলো এরকম করে আরো ৪ বার একই ব্যাক্তি থেকে আরো পিজ্জা কিনেছিলো এবং তিনি ৫ বারে মোট ৫০ হাজার বিটকয়েন খরচ করেছেন। কিন্তু আমি ওনাকে এই কথা নিজের মুখে বলতে শুনিনি। আমি ইন্টারভিউ দেখেছি এবং তিনিও সেখানে ১০ হাজার বিটকয়েনের কথাই উল্লেখ করেছেন। তবে যেহেতু ব্লকচেইন ডাটা এভেইলেবল, মানুষ ট্রাঞ্জেকশন দেখেও বুঝে নিতে পারে বা হয়তো বিটকয়েন্টকেই উনি কোথাও এসব তথ্য পোস্ট করেছেন। তবে যেহেতু ৫০ হাজার বিটকয়েনের কথা চলে আসছে, আমার মনে হয় না এটা ফেইক। অন্তত কুইজে ফেইক তথ্য দিয়ে কুইজ বানানো হবে না।