এটায় কি একটু বেশি হাইপ নাকি? আমি সাইন আপ করতে গিয়েছিলাম কিন্তু সাইন আপ এ ক্লিক করার পর যে সিকিউরিটি ভেরিফিকেশন আছে, সেটায় দেখাচ্ছে সামথিং অয়েন রং। এটা কি অতিরিক্ত ট্রাফিকের জন্যই হচ্ছে নাকি এটা বুঝলাম না
তবে ভাই একটা জিনিস বুঝলাম যে এবারের ক্রিপ্টো মার্কেট অনেকটা এয়ার ড্রপ নিয়ে হাইপের উপরে থাকবে, যদিও আমরা বর্তমানে কিছু কিছু লেজিট এয়ার ড্রপ পাচ্ছি, আমার আগের যে ধারণাটা ছিল সেটা এ বছর অনেকটা ভুল করতে যাচ্ছে এই এয়ার ড্রপ গুলো। তবে একই সাথে আমার ধারণা হচ্ছে যে একটা পর্যায়ে দেখা যাবে আবারো আগের মতন স্ক্যামিং, তাই এখন যারা সঠিক এয়ার ড্রপ আইডেন্টিফাই করে করতে পারতেছে, দিন শেষে তারাই দেখা যাচ্ছে হিউজ প্রফিট গেইন করতে পারতাছে, আর অবশ্যই যাদের একটা পার্সোনাল কমিউনিটি রয়েছে। যাই হোক আপনাকে ধন্যবাদ লিংকটি শেয়ার করার জন্য
হাইপ তো আছেই। তবে সে কারনে ওয়েবসাইটে প্রব্লেম হচ্ছে কি না জানি না। তাছাড়া ওয়েবসাইটটা একটু স্লো কাজ করছে আমার জন্যেও। আমি নিজেই বেশি সময় দিতে পারছি না শুধুমাত্র এয়ারড্রপের জন্য। যেসব এয়ারড্রপে অলরেডি জয়েন করেছি, সেগুলোর ডেইলি টাস্ক গুলো কমপ্লিট করার পর আর হাতে সময় থাকছে না নতুন প্রজেক্ট ঘাটাঘাটি করার। তবে এই সিজনে সবচাইতে বেশি হাইপ ক্রিয়েট করেছে বেইস এবং ব্লাস্ট চেইনের এয়ারড্রপ গুলো। ব্লাষ্ট জুন শেষে তাদের ন্যাটিভ টোকেন লিষ্ট করতে এবং এয়ারড্রপ করবে। ব্লাষ্ট ইকোসিষ্টে যতো গুলো ড্যাপ্স আছে, তার মধ্যে বেছে বেছে স্পট ডেক্স গুলোতে একটিভিটি করে রাখছি ব্লাষ্ট গোল্ড কালেক্ট করার জন্য। আশা করি প্রতিটা গোল্ড এর ভ্যালু ৫ ডলারের কম হবে না। আর বেস এর পেছনে তো কয়েনবেইজ আছেই! দেখা যাক কি হয়