আমাদের এলাকায় আজকে ১০ টার পর থেকেই আর ঝড় বৃষ্টি কিছুই নেই। যে কারনে বিদ্যুৎ বিভাগের লোকেদের কাজ করতে সুবিধা হয়েছে। ১২ টার দিকে তারা একবার বিদ্যুৎ সরবরাহ চালু করেছে। তারপর আবার লোডশেডিং দিয়ে অন্য দিকে হয়তো কানেকশন মেরামতের কাজ শুরু করে দিয়েছে। ঝড় বৃষ্টির কারনে সবচাইতে বেশি ঝামেলায় পড়ে গ্রাম সাইডের মানুষ গুলো। গাছপালা বেশি থাকার কারনে প্রায়ই গাছ ভেঙ্গে লাইনের ওপরে পড়ে আগুন ধরে যায়। যেকারনে অনেক সময় তার পুড়ে যায়, ছিড়ে যায়। সুপেয় পানির একটা সংকটে পড়তে পড়তে আপাতত বেচে গিয়েছি। আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন। আমার জানামতে আমাদের থ্রেড এর একজনের বাড়ি বর্ডার এড়িয়াতে, আশা করি উনিও সবাইকে নিয়ে নিরাপদ আছেন।