আচ্ছা আমাদের বাংলাদেশ থ্রেড এর কোনো মেম্বার কি সাইক্লোন এর কারনে প্রভাবিত হয়েছেন কোনোভাবে? আমার অবস্থা তো একেবারেই নাজুক! যদিও আমি উপকূল এলাকায় বাস করি না, কিন্তু গতকাল সকাল থেকেই বৃষ্টি এবং ঝড়ের সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। ঘরের আই পি এস দিয়ে কিছুটা ব্যাকাপ নিয়েছি। পাওয়ার ব্যাংক চারজ করা ছিলো না। মোবাইল চারজ করা ছিলো না। কিন্তু গত ২৬ ঘন্টায় আর বিদ্যুৎ আসেনি। কালকে বিকালে বাধ্য হয়ে বাজারে গেলাম এই ঝড়ের মধ্যেই শুধু একটু কাজের জন্য। মোবাইলে এখনো ৫০% চারজ আছে। কিন্তু আজকের দিনেও বিদ্যুৎ আসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আজকে অফলাইনে গেলে কবে অনলাইনে আসবো বলতে পারছি না! 🥲
খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হলো। একে বিমান বাতিল। তার উপর বিদ্যুৎ নাই। যাচ্ছেতাই অবস্থা।
তবে গ্রামের দিকে কিছু জায়গায় অবস্থা আরো শোচনীয়। সেই তুলনায় অনেক ভালো আছি বলা চলে।