Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 28/05/2024, 18:13:19 UTC
আপনারা সবাই কি নিয়ে কামড়া কামড়ি করতাছেন ভাই? এদিকে পোলাপাইন এয়ারড্রপ করে ডলার কোপাইতাছে। কালকে দেখলাম একটা টেলিগ্রাম চ্যানেলের মালিক এক এয়ারড্রপ থেকে ১৩০০০ ডলার কোপ দিলো। যাই হোক, নতুন একটা এয়ারড্রপের খোজ দেই। এই যে কয়েনমার্কেটক্যাপ বা অন্যান্য সােইটে দেখবেন কয়েনের ডিটেইলস পেইজে লেখা থাকে CERTIK AUDITED, এটা আমার সিগন্যাচারেও আছে। এই CERTIK যদিও একটা অডিট করার কোম্পানি, কিন্তু এবার এরাই নিজেদের টোকেন লঞ্চ করবে। এবং এয়ারড্রপ ঘোষনা করে দিয়েছে। এই এয়ারড্রপ যদি মিস করেন, তাইলে সেটা ভাই আপনার দোষ। বলবেন না যে ভাই বললেন না কেনো। এই এয়ারড্রপের বিস্তারিত অল্টকয়েনটকে পোষ্ট করেছি। চাইলে এখান থেকে দেখে আসতে পারেন
আপনার উল্লেখ করা আল্ড কয়েন টক ফোরামে যে এয়ার ড্রপের লিংক দিয়েছেন সেখানে প্রবেশ করে আমি এয়ার্ডোপে যুক্ত হয়েছি এবং জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইনআপ করেছি। তারপর সেখানকার ডেইলি টাস্ক গুলো কমপ্লিট করছি এখন পর্যন্ত আমার ২৯ Gems and 310 XP হয়েছে।

তবে আমি বুঝতে পারছি না এইগুলো দিয়ে কি হবে এগুলো কিভাবে উইদ্র করা যাবে তার কি কোন অপশন আছে। নাকি অন্য কোন প্রসেস আছে।
আপনি এই এড এবং প্রশ্নের উত্তর দিয়ে ডেইলি টাচর্স গুলো কমপ্লিট করে এক্সআরপি জেমস এগুলা সংগ্রহ করতে থাকুন। আপনি লেভে ১০ পর্যন্ত করতে পারবেন এবং অনেক এক্সআরপি সংগ্রহ করতে পারবেন। আপনার এতো হয়েছে কেনো আমি এটা জানিনা। আমার তো ২৩৩৪টা এক্সআরপি এবং ৯৮টি জেমস হয়েছে।
আর ডেইলি টাচ সম্পন্ন করার মাধ্যমে একটা পয়েন্ট দিচ্ছে এই পয়েন্টের মাধ্যমে পরবর্তীতে এয়ারড্রপ দেবে এই এয়ারড্রপ সম্পূর্ণ করে হয়তো ভালো কিছু পাবেন কারন এটা খুবই ভালো প্রোজেক্ট।