এখানে একটি তথ্যের জন্য পোস্ট করলাম বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি Airdrop সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। কয়েকদিন আগে TapSwap প্রজেক্টটির লগতে লেখা ছিল Powered by Solana কিন্তু খুব সাম্প্রতিক সময়ে এই লেখাটি চেঞ্জ করে তারা Powered by Community দিয়েছে বিষয়টি আমার কাছে খুব অবাক মনে হচ্ছে তাহলে কি এই এয়ার্ডোপ ক্যাম্পেইনটি কি আমাদেরকে ফাঁকি দিতে যাচ্ছে। ইদানিং খুব মনোযোগ দিচ্ছি এবং যে যা দিচ্ছে সেটাতেই এড হয়ে যাচ্ছে এবং আমি মূলত নট কয়েন থেকে পেমেন্ট পাইনি এজন্য এই এয়ার্ডপ টি খুব যত্ন সহকারে করছি। তাই কেউ যদি ইয়ার্ডপ সম্পর্কে কোন আপডেট তথ্য এনালাইসিস করে থাকেন তাহলে এখানে তথ্যগুলো দিয়ে আমাদের উপকার করুন।
বিষয়টি এরকম ঘটেছে আগে হয়তো এই ট্যাপসোয়াপ প্রজেক্টটি সলানা প্রমোট করেছিল হয়তো এখন কোন একটি ঝামেলার কারণে সলানা প্রমোট করা থেকে বাদ দিয়ে দিয়েছে। এজন্য তারা আগে পাওয়ার্ড বাই সলানা লেখা ছিল কিন্তু এখন তাহলে নিজস্ব কমিউনিটি দ্বারা পরিচালিত হচ্ছে এজন্য লেখা রয়েছে পাওয়ার্ড বাই কমানিটি। আমি তাদের টেলিগ্রাম এনাউন্সমেন্টে এরকমটি দেখতে পেলাম। তারা অতিসত্বর ব্লকচেইন অ্যানাউন্সমেন্ট করবে এবং কোন ব্লকচেইনে পরবর্তীতে লাঞ্চ করবে সেটা তারা জানিয়ে দেবে। আপনার আরো কিছু জানার থাকলে নিচের লিঙ্কে প্রবেশ করে জেনে নিতে পারেন।