এখানে একটি তথ্যের জন্য পোস্ট করলাম বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি Airdrop সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। কয়েকদিন আগে TapSwap প্রজেক্টটির লগতে লেখা ছিল Powered by Solana কিন্তু খুব সাম্প্রতিক সময়ে এই লেখাটি চেঞ্জ করে তারা Powered by Community দিয়েছে বিষয়টি আমার কাছে খুব অবাক মনে হচ্ছে তাহলে কি এই এয়ার্ডোপ ক্যাম্পেইনটি কি আমাদেরকে ফাঁকি দিতে যাচ্ছে। ইদানিং খুব মনোযোগ দিচ্ছি এবং যে যা দিচ্ছে সেটাতেই এড হয়ে যাচ্ছে এবং আমি মূলত নট কয়েন থেকে পেমেন্ট পাইনি এজন্য এই এয়ার্ডপ টি খুব যত্ন সহকারে করছি। তাই কেউ যদি ইয়ার্ডপ সম্পর্কে কোন আপডেট তথ্য এনালাইসিস করে থাকেন তাহলে এখানে তথ্যগুলো দিয়ে আমাদের উপকার করুন।
আমার কাছে ওদের হাব বাব কিছুই ভালো মনে না ভাই। এরা সলনার সাথে সিস্টেমিক ভাবে উঠতে পারেনি বলেই এখন সলনাকে বাদ দিয়ে তাদের ব্লচেইন টাই পরিবর্তন করে ফেলতে চাচ্ছে। আসলে কাহিনি কি কি করবে তাদের অফিসিয়ালি নিউজ ছারা কিছু বোঝা যাচ্ছে না। যখন তারা ব্লচেইন টা পরিবর্তন করলো তখন কেমন যেন মনে হলো স্কাম করবা মনে হয়। করতে থাকেন ভাই ভালো হলে বা ভালো কোন ব্লকশেইনে যেতে পারলে ভালো কিছু পাবেন। ধন্যবাদ
ওদের ভাবভঙ্গি দেখেই হয়তো Solana Blockchain ওদের থেকে সরে যাচ্ছে কেননা Solana Blockchain অনেক অনেক জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম তাই এদের কথার সাথে নয় ছয় না হলে সরে তো যাবেই। তবে TapSwap সলনাকে কাজে লাগিয়ে অনেক ফায়দা হাসিল করে নিয়েছে। 30 মিলিয়নের উপরে মেম্বার সংখ্যা আজকের কথা!!
আরেকটি টেপাটেপির এয়ারড্রোপ MemeFi ও Hamster Kombat এরাও কি TapSwap এর মতো তাল বাহানা আরম্ভ করবে নাকি।