কিন্তু আমার কাছে Hamster Kombat এটা সবকিছু সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে এটা থেকে ভালো কিছু হতে পারে। আমি Hamster Kombat এর ইউটিউব প্রোমোট দেখে একদম অবাক হয়ে গেছি। দুইদিনে 4M+ হয়ে গেছে এটা কি কম কথা ভাই। এটা করতেছি দেখি কি হয় সামনে। তবে Blum, Hot Mining, Wave Wallet এগুলো মিস কইরেন না ভাই এগুলো অনেক ভালো।
সবাই দেখতেছি শুধু ফ্রি প্রজেক্ট গুলোর দিকেই তাকাচ্ছে। সবাই কি এটা ভেবে নিয়েছে যে, যেমন নটকয়েন থেকে প্রফিট হয়েছে, অন্য গুলো থেকেও একই রকম প্রফিট আসবে? যদি এরকম ভেবে থাকে, তাহলে বোকামি হবে। তবে এটা সত্য যে নটকয়েন কে বেশিরভাগ মানুষ সিরিয়াস ভাবে নেয় নাই। এখন নটকয়েন লিস্টিং হওয়ার পর এই ধরনের সব বতেই সয়াবি কাজ করতে চাচ্ছে। যাই হোক, এই মাইনিং ছাড়াও মার্কেটে ভালো কিছু এয়ারড্রপ আছে যেগুলো ফারমিং করা দরকার। এই সিজনে সবচাইতে হট হলো ব্লাস্ট পয়েন্ট এবং গোল্ড আরন করা। আমি অলরেডি ১৩০কে+ পয়েন্ট একুমুলেট করেছি আর পাশাপাশি ২৬ টি গোল্ড পেয়েছি। প্রথমে পয়েন্ট এ মনোযোগ দিলেও এখন গোল্ড এ মনোযোগ দিয়েছি। ব্লাস্ট চেইনের ৫০% এলোকেশন শুধুমাত্র ব্লাস্ট গোল্ড এ। ব্লাস্ট ইকোসিস্টেমের এর প্রায় সব প্রজেক্ট এ ফি খরচ করে কাজ করা লাগে। তবে আপাতত একটা প্রজেক্ট আছে, যেখানে ফ্রিতে কিছু পাওয়ার আশা করা যেতে পারে। আর সব চাইতে বড় কথা ব্লাস্ট এর TGE কিন্তু ৩০ জুন। সবাই রেডি থাকেন।