আচ্ছা আমাদের বাংলাদেশ থ্রেড এর কোনো মেম্বার কি সাইক্লোন এর কারনে প্রভাবিত হয়েছেন কোনোভাবে? আমার অবস্থা তো একেবারেই নাজুক! যদিও আমি উপকূল এলাকায় বাস করি না, কিন্তু গতকাল সকাল থেকেই বৃষ্টি এবং ঝড়ের সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। ঘরের আই পি এস দিয়ে কিছুটা ব্যাকাপ নিয়েছি। পাওয়ার ব্যাংক চারজ করা ছিলো না। মোবাইল চারজ করা ছিলো না। কিন্তু গত ২৬ ঘন্টায় আর বিদ্যুৎ আসেনি। কালকে বিকালে বাধ্য হয়ে বাজারে গেলাম এই ঝড়ের মধ্যেই শুধু একটু কাজের জন্য। মোবাইলে এখনো ৫০% চারজ আছে। কিন্তু আজকের দিনেও বিদ্যুৎ আসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আজকে অফলাইনে গেলে কবে অনলাইনে আসবো বলতে পারছি না! 🥲
আমার এলাকায় টানা ২ দিন কারেন্ট ছিলো না। ips দিয়ে ১ দিন ব্যাকআপ নিলেও পুরো ১ দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলাম। ফোন অফ হয়ে ছিলো কয়েক ঘন্টা। আমরা ফোনের উপর এমনভানে নির্ভরশীল যে সেই কয়েক ঘন্টা মনে হচ্ছিলো আমি পাগল হয়ে যাবো
এখানে একটি তথ্যের জন্য পোস্ট করলাম বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি Airdrop সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। কয়েকদিন আগে TapSwap প্রজেক্টটির লগতে লেখা ছিল Powered by Solana কিন্তু খুব সাম্প্রতিক সময়ে এই লেখাটি চেঞ্জ করে তারা Powered by Community দিয়েছে বিষয়টি আমার কাছে খুব অবাক মনে হচ্ছে তাহলে কি এই এয়ার্ডোপ ক্যাম্পেইনটি কি আমাদেরকে ফাঁকি দিতে যাচ্ছে। ইদানিং খুব মনোযোগ দিচ্ছি এবং যে যা দিচ্ছে সেটাতেই এড হয়ে যাচ্ছে এবং আমি মূলত নট কয়েন থেকে পেমেন্ট পাইনি এজন্য এই এয়ার্ডপ টি খুব যত্ন সহকারে করছি। তাই কেউ যদি ইয়ার্ডপ সম্পর্কে কোন আপডেট তথ্য এনালাইসিস করে থাকেন তাহলে এখানে তথ্যগুলো দিয়ে আমাদের উপকার করুন।
Tapswap কে SOL অফিসিয়ালি সাপোর্ট করেনা আগেও করেনি। তারা SOL এর নাম নিয়ে চলছে তবে এখন তাদের কমিউনিটি অনেক বড় হবার কারনে SOL এর চোখের সামনে পড়ে গেছে তাই SOL অফিসিয়ালি এনাউন্স করেছে যে Tapswap এর সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক নেই। তাই এখন Tapswap তাদের সুর পরিবর্তন করেছে। Tapswap থেকে ভালো কিছু আশা করতে পাড়তেছি না। তারপরেও দেখা যাল তারা কতদূর যেতে পারে।
আপনারা সবাই কি নিয়ে কামড়া কামড়ি করতাছেন ভাই? এদিকে পোলাপাইন এয়ারড্রপ করে ডলার কোপাইতাছে। কালকে দেখলাম একটা টেলিগ্রাম চ্যানেলের মালিক এক এয়ারড্রপ থেকে ১৩০০০ ডলার কোপ দিলো। যাই হোক, নতুন একটা এয়ারড্রপের খোজ দেই। এই যে কয়েনমার্কেটক্যাপ বা অন্যান্য সােইটে দেখবেন কয়েনের ডিটেইলস পেইজে লেখা থাকে
CERTIK AUDITED, এটা আমার সিগন্যাচারেও আছে। এই CERTIK যদিও একটা অডিট করার কোম্পানি, কিন্তু এবার এরাই নিজেদের টোকেন লঞ্চ করবে। এবং এয়ারড্রপ ঘোষনা করে দিয়েছে। এই এয়ারড্রপ যদি মিস করেন, তাইলে সেটা ভাই আপনার দোষ। বলবেন না যে ভাই বললেন না কেনো। এই এয়ারড্রপের বিস্তারিত অল্টকয়েনটকে পোষ্ট করেছি। চাইলে
এখান থেকে দেখে আসতে পারেন
CERTIK এর অফিসিয়াল এয়ারড্রপ নিসন্দেহে অনেক ভালো হবে কারন তারা অনেক জনপ্রিয় একটা অডিট প্লাটফর্ম আর তারা তাদের নিজস্ব টোকেন লন্স করলে সেটি অনেল ভালো যায়গায় নিতে পারবে এটা বিশ্বাস করা যায়। তাই এটার উপর ফোকাস রাখা উচিত। এখান থেকে ভালো কিছু পাওয়া যেতে পারে।