Post
Topic
Board Other languages/locations
Merits 4 from 2 users
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪
by
Crypto Library
on 01/06/2024, 20:12:07 UTC
⭐ Merited by Xal0lex (3) ,Learn Bitcoin (1)
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪
অবশেষে কয়েক মাস পরে এবার আমরা একটু উন্নতি দেখতে পারলাম আমাদের মেরিট এক্টিভিটি এর তবে আমরা পোস্ট একটিভিটি এর ক্ষেত্রেও কিছুটা এগিয়েছে তবে আমি মনে করি এটা এনাফ না। গত বছর এ সময় বাংলাদেশের দারুন অগ্রগতি ছিল।
আমরা যদি সেটাও ধরে রাখতে পারতাম তাহলে অনেকটাই এগিয়ে যাওয়া যেত। তবে অভিনন্দন গত মাসে আমাদের মেরিট আর্নিং এর সংখ্যা ছিল মাত্র 32 টি আর বর্তমানে এই মাসে বেড়ে দাঁড়িয়েছে ১১৭ টি। বিস্তারিত কিছু তথ্য নিয়ে নিচে চার তৈরি করে দেওয়া হয়েছে-
আশা করি ভবিষ্যতে আমাদের অগ্রগতি আরো বেশি হবে যেন আমরা অতিশীঘ্রই লোকাল বোর্ড পাওয়ার জন্য যোগ্য হই।

মে মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 147টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 117টি



এপ্রিল মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 138টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 32টি







প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [28]
2. Bd officer [16]
3. LDL [16]
4. Nothingtodo [13]
5. Crypto Library [11]
6. HelliumZ [10]
7. Wonder Work [9]
8. synchronym [6]
9. BTC_pokaop [4]
10. Student of Bitcoin [4]

২০২৩ সালের অ্যাক্টিভিটি
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr