Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Little Mouse
on 02/06/2024, 04:02:40 UTC
আমি বিকয়েনটক ফোরামের একজন নতুন সদস্য, আমি একজন বাঙালি হিসেবে আমি আমার প্রথম পোস্টটি বাংলা লোকাল বোর্ডে করছি। যেহেতু এখানে আমার নিজের দেশের লোক রয়েছে আমার বিশ্বাস সবচেয়ে বেশি সহযোগিতা আমি এই বাংলা লোকাল বোর্ড থেকে পাবো। আমি এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব থেকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জেনেছি কিন্তু আমি সে সমস্ত ওয়েবসাইটগুলোতে একই কয়েন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত শুনেছি সেজন্য আমি তাদের উপর আস্থা হারিয়েছি। অনেক খোঁজাখুজির পরে আমি ফোরামটির সন্ধান পেয়েছি, যদিও আমি এখানে একাউন্ট খুলেছি দুই মাসের অধিক সময় হয়েছে। প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি কিভাবে কি করতে হয়, পরবর্তীতে আমি ফোরামের বিভিন্ন দিক নির্দেশনা ফলো করার পরে বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারি। যাইহোক আমি আমার নিজের ভাষায় নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পেরে আনন্দিত বোধ করছি।
ক্রিপ্টোকারেন্সি নিয়ে যে কোন প্রশ্ন এইখানে জিজ্ঞাসা করবেন। আমি কিংবা এইখানে অন্যান্য মেম্বার যারা আছেন সবাই চেষ্টা করবে আপনাকে সর্বোচ্চ সহায়তা করার।

বাংলায় যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে লেখালেখি করেছে কিংবা ভিডিও বানিয়েছে তাদের বেশিরভাগ মানুষের আসলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ধারণা একদম নেই বললেই চলে। তারা শুধু ট্রেন্ডের জন্যই ভিডিও বানিয়েছে। বাংলাতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিছু ভালো আআর্টিকেল পাবেন coinalap.com এ।