কিছুদিন আগেই বাজারে নতুন একটি কয়েন এসেছে যার নাম NOTcoin. কয়টি বর্তমানে অনেক ভালো পাম্পিং এ রয়েছে. এটি গত সাত দিনে 275.3% বৃদ্ধি পেয়েছে. আমি কয়েনটি নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, ইউটিউবে অনেক অনেক ভিডিওতে বলা হয়েছে যে এটি $1 পর্যন্ত যেতে পারে. যদি এই কয়েনটি সত্যি $1 পর্যন্ত ওঠে, তাহলে আমরা এখন বিনিয়োগ করে ভবিষ্যতে অনেক ভালো লাভবান হতে পারব. আপনাদের কি মনে হয় এটি কি সত্যিই $1 পর্যন্ত উঠতে পারে?
আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?