যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না।
যাই হোক, নটকয়েন বুল রানে সর্বচ্চ ০.১০ ডলার হতে পারে। এবং এটাও একটা স্পেকুলেশন শুধুমাত্র। আমি এর কোনো গ্যারান্টি দিতে পারবো না
ভাই সকালে আমার মাইয়া আমার মোবাইলের ডিসপ্লে ট্যাপ সোয়াপ করে দিছে। মেয়ের মায়ে মোবাইল ফোনে Autocliker রান করে দিয়ে রান্না করতে গেছে আর এইদিকে আমার মেয়েটা মাড়াই মেশিনের রেঞ্জ দিয়ে ট্যাপ করে মোবাইলের ডিসপ্লে ভাইঙ্গা দিছে।এখন কারে কি কমু ,না বলতে পারছি মেয়েকে,না বলতে পারছি মেয়ের মাকে। নট কয়েনের লাফালাফি দেখে শখ করে টেলিগ্রাম মাইনিং করতে আসলাম আর আমার ফোনটার বারোটা বেজে গেল। তবে একটা কথা বলে রাখি যারা নট কয়েন থেকে মাল মারছে তারা এটা ভাববেন না যে ট্যাপ সোয়াপ আপনাগোরো ওইরকম মাল দিয়ে যাবে। মোবাইলের ডিসপ্লের দাম 8-10 হাজার টাকার মতো খরচ হবে তাইলে এটা আমার ট্যাপ সোয়াপ করার পেমেন্ট।
নট কয়েনের কথা বলে ভাই আর কষ্ট দিয়েন না । যা পাই নাই তা দিয়ে আর মিছে মিছে কষ্ট পেয়ে লাভ নেই । ভাই Certik skynet quest করতাছি, দেখি আল্লাহ পাক কি কপালে রাখছে।