Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 05/06/2024, 15:27:47 UTC
⭐ Merited by Xal0lex (3)
এই বছরে পিজ্জা প্রতিযোগিতায় ২৫০০ ডলার বরাদ্দ করা হয়েছে, আমরা ইতিমধ্যে হয়তো সকল কিছুই জেনেছি কতজনকে পুরুস্কার দেওয়া হবে। যাইহোক, পিজ্জা কনটেস্টে মোট ১২৫ জন অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে ১৩ জন বাদ পড়েছেন। ২০ দিনের জন্য ভোট সিস্টেম উন্মুক্ত থাকবে, এই ভোটিং টপিক লক করা না পর্যন্ত আপনি আপনার ভোট পরিবর্তন করতে পারবেন। ভোট দেওয়ার জন্য অবশ্যই আপনার ৫০ টি মেরিট থাকতে হবে। আপনি সর্বোচ্চ ৫ টি ভোট দিতে পারবেন।

এই বছর একটা বিষয়ে ভালো হয়েছে। এখানে পিজ্জার উপর নাম গুলো মুছে ফেলা হয়েছে, এখানে বোঝা যাচ্ছে না কোনটা কার পিজ্জা। এখানে ভোট দেওয়ার জন্য পিজ্জার নিচে নাম্বার গুলো দিয়ে ভোট দিবেন। নিয়ম কানুন গুলো নিচের থ্রেডে দেওয়া আছে ভালো করে পড়ে ভোট দিতে পারেন। আমাদের সকল লোকাল মেম্বারদের জন্য শুভকামনা রইলো, খুবই খুশি হবো আমাদের লোকাল থেকে কোন সদস্য বিজয়ী হতে পারলে।

ভোট দেওয়ার টপিক লিংক: https://bitcointalk.org/index.php?topic=5498889.msg64171197#msg64171197
Quote from: Discussion Thread [English]Last year's [Results]Bitcointalk Party [Discord] List of Participants [Here]