Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Zone
on 06/06/2024, 10:28:02 UTC
@DYING_S0UL ভাই আপনাকে ধন্যবাদ।আপনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পেরেছি আজকে।আমি অ্যাকাউন্ট খুলেছি অনেক আগেই কিন্তু আজকে অনেক দিন পর ফোরাম ভিজিট করতে এসে আপনার এই ইনফরমেশন টি চোখে পরলো। আর এটি পরে আমি সত্যি অনেক উপকৃত হয়েছি। এই বিষয়ের কিছুটা আমি আমার কলেজ জীবনে পড়েছিলাম এর জন্য এটি পড়ার সময় আমি আরও আনন্দ পেয়েছি। বিশেষ করে এনক্রিপশন , ডিক্রিপশন , পাবলিক কি , প্রাইভেট কি এগুলো সম্পর্কে আমার আগে থেকেই ধারণা ছিলো কিন্তু আপনার দেয়া উদাহরণ গুলোর মাধ্যমে সেগুলো আরও ক্লিয়ার হয়েছে।যদিও আমি এটি এখনো ইনস্টল করিনি।তবে প্রোসেস টি আমার খুব ভালো করে বোঝা হয়েছে। আশা করি ভবিষ্যতে এটি কাজে লাগবে।