ভাই আপনাকে ধন্যবাদ এতো বড় একটা রচনা অনুবাদ করার জন্য। এর আগে আমিও গাজেটা বিটকয়েনের লম্বা লম্বা কয়েকটা আর্টিকেল অনুবাদ করেছি। তবে পাঠকের দিক থেকে ভেবে দেখিনি। আপনি যখন লেখকের যায়গা থেকে সরে এসে পাঠকের পারস্পেকটিভ থেকে দেখবেন, তাহলে আপনি আপনার লেখার মান বুঝতে পারবেন। মান বলতে, আমি বলতে চাচ্ছি লেখক আপনার লেখাটা কিভাবে নিচ্ছে সেটার কথা। আমরা সবাই যখন কোনো ফোরামে টপিক ক্রিয়েট করি, আমাদের উচিৎ অল্প কথায়, খুব বড় না করে মূল কথা ফুটিয়ে তোলা। কিছু কিছু লেখা না লিখলেই নয়, সেগুলো ছাড়া বাকি অহেতুক কথা না লিখা। এতে করে পোষ্ট অনেক বেশি বড় হয়ে যায় আর পাঠক সেসব বড় লেখা পড়তে চায় না। তবে এই অনুবাদের ক্ষেত্রে এটা আপনার বেলায় প্রযোজ্য নয় কারন আপনি শুধু অনুবাদ করেছেন। ভাবতেছি এই ব্যাপারে গ্লোবাল বোর্ড গুলোতে একটা থ্রেড ক্রিয়েট করা যাবে।