আমি এটা ট্রাই করতে ছিলাম এবং আমি এটা ডাউনলোড করেছি কিন্তু এটা আপনি কোথা থেকে চাপ দিয়ে এনেছেন এটা একটু বলবে। এটা কোথায় ক্লিক করে এনেছেন এটা আমি খুঁজে পাচ্ছি না এটা একটু বলবেন.
File এ চাপ দিন প্রথমে, তারপর দেখবেন অনেকগুলো ড্রপডাউন অপশন সো করবে। সেখানে সবার প্রথম অপশন New key pair, সেখানে চাপ দিন। তাহলেই আপনার Setup wizard দেখাবে। না বুঝলে ছবিগুলো আবার দেখুন। আশা করি বুঝতে পারবেন।
ওকে ভাই ধন্যবাদ আপনাকে। দেখি আমি কাজটা আজকে করবো। আমি ফাইল ওপেন করেছিলাম গতকাল রাতে কিন্তু দ্বিতীয় স্টেপটা বুঝতে পারছিলাম না। যাই হোক আজকে আর কোন সমস্যা হবে না আশা করি।