আসসালামু আলাইকুম বড় ভাইয়েরা আশা করি ভালো আছেন । আমার একটু হেল্প দরকার কেউ জানলে দয়া করে বলবেন । আমি অনেকদিন ধরে বাউন্টি প্রজেক্ট খুজতেছি কিন্তু পাচ্ছি না কোথায় থেকে সহজে প্রজেক্ট হাতে নিতে পারব কেউ একটু বলবেন প্লিজ । আমি সব কিছু পরিচালনা করতে পারি কিন্তু কোথায় থেকে প্রজেক্ট আনবো সেটা বুঝতে পারতেছি না