Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BTC_pokaop
on 08/06/2024, 15:36:18 UTC
ভাই, একটু আগে আমি যখন আমার প্রোফাইল চেক করতে, যখন আমার প্রোফাইলে প্রবেশ করি তখন আমি পুরোই অবাক হয়ে যাই. আমি দেখতে পাই আমি পুরো 109 মেরিটের সাথে Full Member হয়ে গিয়েছি.

টানা প্রায় দেড় বছরের কাছাকাছি সময় কাজ করার পর অবশেষে আমার র‍্যাঙ্কটি Full Member পদে সম্পন্ন হয়েছে. আমি এটি দেখে সত্যিই অনেক খুশি হয়েছি. খুশিতে প্রায় আমার চোখ দিয়ে অশ্রু বের হয়েছিল. আমি সত্যিই ফোরামের সকল মেম্বারদের প্রতি কৃতজ্ঞ থাকব, আপনাদের জন্যই এবং আপনাদের সহযোগিতায় আমার Rank টি Full Member এ পরিনিত হয়েছে.

আমি সত্যিই ফোরামের সকল ইউজারদের মন থেকে শ্রদ্ধা জানাই. ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য. আপনারা দোয়া করবেন আমার জন্য,, আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি এবং আমার পরবর্তী রেঙ্কটি খুব শীঘ্রই অর্জন করতে সক্ষম হতে পারি. ধন্যবাদ.
কংগ্রাচুলেশন আপনাকে আপনি ফুল মেম্বার পদে পদোন্নতি হয়েছেন। আমি আপনার জন্য মন থেকে প্রার্থনা করি আপনি যেন আরো সামনে এগিয়ে যেতে পারেন। আপনি বলেছিলেন আপনার ১০৯ টি মেরিট। বর্তমানে আপনার ১১৯ টি মেরিট হয়েছে। আশা করি আপনি এই বাংলা থ্রেডে ভালো ভালো মূল্যবান পোস্ট করে আমাদের মত ছোট ইউজারদের উৎসাহী করবেন । আপনি শুধু এগিয়ে গেলে হবে না, আপনার লক্ষ্য থাকতে হবে এই বাংলা থ্রেডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যাইহোক আমি আপনার সার্বিক মঙ্গল কামনা করি আবার আপনাকে অভিনন্দন।