Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
HelliumZ
on 09/06/2024, 23:07:39 UTC

ভাই, বর্তমানে বাউন্টি প্রজেক্ট একেবারে নাই বললেই চলে। আর দু একটা থাকলেও পেমেন্ট করে কিনা তার কোন নিশ্চয়তা নেই। তাছাড়া প্রচুর পরিমানে ভুয়া প্রজেক্ট আসে যার প্রমোশন করাও এক ধরনের স্ক্যাম এর শামিল।
আর টেলিগ্রাম বট এর মাধ্যমে মাইনিং প্রজেক্টগুলি বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তার কারণ হচ্ছে নটকয়েন এর পেমেন্ট। Notcoin ভালো পেমেন্ট দিয়েছে, যার জন্য এখন প্রচুর পরিমাণে টেলিগ্রাম বটমাইনিং আসতেছে। তাছাড়া বর্তমানে বেশিরভাগ বাউন্টি হান্টাররা টেস্টনেট এবং অন্যান্য অল্প কিছু বিনিয়োগ করে কাজ করতে হয় এমন প্রজেক্টে মনোযোগ দিচ্ছে। তাই অদূর ভবিষ্যতে হয়তো বুলরান আসলে আবার আমরা প্রচুর পরিমাণে ভালো বাউন্টি দেখতে পাবো।
নট কয়েন পেমেন্ট করেছে এবং যারা পেমেন্ট পেয়েছে তারা মোটামুটি ভালোই অ্যামাউন্ট এর পেমেন্ট পেয়েছে। আরেকটি প্রজেক্ট প্রায় পেমেন্ট করার পথে এবং তারা ইতিমধ্যে বেশ কয়েকটি এক্সচেঞ্জের সাথে চুক্তি করে ফেলেছে। Hamster Kombat এই প্রজেক্টটি অনেক ভালো হবে এবং যারা প্রথম থেকে আজ অবধি একটিভ থেকেছে তারা মোটামুটি নট কয়েনের মতোই পেমেন্ট পেয়ে যাবে। তাছাড়া প্রজেক্ট এর মূল লক্ষ্য হচ্ছে কমিউনিটির জনপ্রিয়তা অর্জন করা এবং টেলিগ্রাম বটের মাধ্যমে প্রজেক্ট চালালে খুব অল্প সময়ের ভিতরে কমিউনিটি গ্রো করা সম্ভব হয় এজন্য বেশিরভাগ প্রজেক্টগুলো বর্তমানে টেলিগ্রাম বটের মাধ্যমে রান করা হচ্ছে। আর এর প্রভাব এসে পড়েছে আমাদের ফোরামের উপর কেননা এখন ফোরামে ভালো কোন প্রজেক্ট আসে না বললেই চলে। আগে প্রতিদিন নতুন নতুন সিগনেচার ক্যাম্পেইন আসতো কিন্তু বর্তমানে সিগনেচার ক্যাম্পেইন গুলো আসা বন্ধ করে দিয়েছেন এবং দু-চারটি যা আসে তা এক দুই সপ্তাহ রান করার পর বন্ধ করে দেয়। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ফোরামের জনপ্রিয়তা দিন দিন কমে যাবে ।