Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
IShowSpeed
on 11/06/2024, 08:33:24 UTC
আপনি বাংলা থ্রেড নতুন একজন মেম্বার আপনাকে স্বাগতম জানাই এবং আপনাকে যে লিংক গুলো শেয়ার করলাম এগুলা আপনি ভালোবাবে পড়বেন তাহলে ফোরাম সম্পর্কে ভালো আইডিয়া হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং কি এলোমেলো কোন কাজ করবেন না যেন ফোরামের কোন সমস্যা করে রেট খান বা আপনি ব্যান্ড হয়ে যান আমরা চাই না এটা হোক, আমরা চাই আপনি ফোরামের সময় দিন আস্তে আস্তে আপনিও ভালো করতে পারবেন র‍্যাংকিং এ এগিয়ে যেতে থাকবেন

ভাই আপনাকে অনেক ধন্যবাদ, সব পোস্টগুলো পড়লাম, খুবই ইন্টারেস্টিং ছিল।
আমি ইনশাআল্লাহ চেস্টা করবো ভালো ভালো পোস্ট মেক করার জন্য।
যদিও এখানে সব কিছু কেমন যেন হিজিবিজি লাগে, একটা থ্রেডেই সব পোস্ট, বাংলাদেশিদের জন্য আলাদা একটা বোর্ড থাকলে খুব সুন্দর হতো।
এখনো অনেক কিছু শেখার আছে, যত পড়তেছি ততই নতুন নতুন জিনিস শিখতেছি। 🙂