ভাই Hamster Kombat প্রেজেক্টটা থেকে নটকয়েনের মতো এত ভালো হবে কিনা জানিনা তবে মনে হচ্ছে ভালো হবে কারন এটার যাত্রা অনেক ভালো।
এই প্রজেক্টটা ভালো হলে অবশ্যই নট কয়েনের থেকেই বেটার হতে পারে। আচ্ছা এই প্রজেক্টার নিয়ম কানুন গুলো বুঝতে পারলাম না, আমিও তো শুনলাম পার ঘন্টা প্রফিট অনুযায়ী পেমেন্ট করবে। এটা কি এরকম হবে যে যার প্রতি ঘন্টা যত বেশি কয়েন প্রফিট হবে সে ততো বেশি পেমেন্ট পাবে? কেউ কি জানেন এ প্রজেক্টটা শেষ হতে কত দিন সময় রয়েছে? দেখা যাক এই প্রজেক্টর কমিউনিটি বেশ বড়, শেষ অব্দি করতে থাকি দেখা যাক ভালো কিছু পাওয়া যায় কিনা।